FIFA World Cup 2022: ইংল্যান্ডের হয়ে ৫০তম ম্যাচ খেলার জন্য হ্যারি ম্যাগুয়ারের প্রশংসা ওয়েন রুনির

।। প্রথম কলকাতা ।।

ইংল্যান্ডের হয়ে ৫০টি ম্যাচ খেলার জন্য হ্যারি ম্যাগুয়ারের প্রশংসা করে ওয়েন রুনি বলেন, এটি একটি “উজ্জ্বল অর্জন”। ফিফা বিশ্বকাপের ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইংল্যান্ডের গোলশূন্য ড্র করা ম্যাচে ম্যাগুয়ার এই কৃতিত্ব অর্জন করেন।

 

ইংল্যান্ড ইরানের বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচে ৬-২ব্যবধানে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের সেই আক্রমণাত্মক সাবলীলতার পুনরাবৃত্তি ঘটাতে ব্যর্থ হয়।

 

শনিবার আল বায়েত স্টেডিয়ামে ইংল্যান্ডের খেলোয়াড়দের উচ্ছ্বসিত করে রুনি টুইটারে ম্যাগুয়েরের “উজ্জ্বল কৃতিত্ব” এবং “দুর্দান্ত পারফরম্যান্সের” প্রশংসা করেন।

ম্যাগুয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইংল্যান্ডের ড্র করার বলেন, “আজ রাতে জিততে না পেরে হতাশ হয়েছি তবে আমার ৫০তম ইংল্যান্ড ক্যাপ তৈরি করা একটি বিশাল সম্মান। পথের সঙ্গে আছে কিছু আশ্চর্যজনক স্মৃতি এবং আশা করি আরও অনেক কিছু আসবে। আমার পরিবার, কর্মী, সতীর্থ এবং ভক্ত আপনার সমস্ত সমর্থনের জন্য ধন্যবাদ।”

এদিন ম্যাচ ড্রয়ের ফলে ‘বি’ গ্রুপের শীর্ষে ইংল্যান্ড, ইরানের থেকে এক পয়েন্ট এগিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। ইংল্যান্ড, যারা নকআউটে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারা মঙ্গলবার (২৯ নভেম্বর) ওয়েলসের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে।

Exit mobile version