Cristiano Ronaldo: সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসে আল নাসরে সতীর্থদের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর “বিশেষ” উদযাপন, দেখুন

।। প্রথম কলকাতা ।।

 

বুধবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসর দলের সতীর্থদের সঙ্গে মেতে উঠলেন প্রতিষ্ঠা দিবস উদযাপনে। ঐতিহ্যবাহী আরবি পোশাক পরে ও ঐতিহ্যবাহী তলোয়ার হাতে আরদাহ নাচেও যোগদান করেন তিনি। এদিন পর্তুগিজ তারকার পরনে ছিল সাদা রংয়ের জুব্বা যা সৌদি আরবের জাতীয় পোশাক হিসেবে পরিচিত। আল নাসরে যোগ দেওয়ার পর বহুবারই আরবের রীতিনীতির প্রতি ভালোবাসার কথা বলতে শোনা গেছে রোনাল্ডোর মুখে ।

 

১৭২৭ সালে ইমাম মোহাম্মদ ইবনে সৌদের হাত ধরে প্রতিষ্ঠা পায় সৌদি রাষ্ট্র। এর দুই শতাব্দী পর ১৯৩২ সালে বাদশাহ আব্দুল আজিজ সৌদি রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। দিনটিকে স্মরণ করে ২২ ফেব্রুয়ারি দিনটি রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় দেশ জুড়ে।

 

এদিন তিনি একটি ভিডিও সহ টুইট করে লিখেছেন, সৌদি আরবের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা @AlNassrFC এ উদযাপনে অংশ নেওয়া একটি বিশেষ অভিজ্ঞতা ছিল!”

Exit mobile version