David Warner: মেলবোর্নে শততম টেস্টে দ্বি-শতরান, বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অনন্য নজির ওয়ার্নারের

।। প্রথম কলকাতা ।।

 

মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং-ডে টেস্টে অনন্য নজির গড়লেন ডেভিড ওয়ার্নার। নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকালেন এই অস্ট্রেলিয়ান ওপেনার। এবং সেই সঙ্গে জো রুটের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করার নজির গড়েন তিনি। তিন বছর পর টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করার পর আবেগপ্রবণ হয়ে পড়েন। ডাবল সেঞ্চুরি করে উদযাপন করার সময় চোট পেয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার।

 

এদিন ২৫৪ বলে ২০০ রান করেন ডেভিড ওয়ার্নার। এটি তাঁর ২৫তম টেস্ট সেঞ্চুরি এবং তৃতীয় টেস্ট ডাবল সেঞ্চুরি। শততম টেস্টে সেঞ্চুরি করা দশম ক্রিকেটার হলেন ওয়ার্নার। ২০১৭ সালে ভারতের বিরুদ্ধে তাঁর শততম ওয়ানডে-তেও সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। গর্ডন গ্রিনিজের পরে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শততম ওডিআই এবং শততম টেস্ট উভয় ক্ষেত্রেই সেঞ্চুরি করেন। এদিন অষ্টম অস্ট্রেলিয়ান হিসেবে ৮ হাজার টেস্ট রান করেছেন।

 

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ক্যামরেন গ্রিনের দাপটে ১৮৯ রানে অল আউট হয়ে যায়। শুরুতে উসমান খায়াজা ও মার্নস লাবুশনের উইকেটে হারালেও স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের ২৩৯ রানের পার্টনারশিপ অস্ট্রেলিয়াকে লিড পেতে সাহায্য করেন। যদিও ৮৫ রানে ফিরে যান স্মিথ। দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর তিন উইকেটে ৩৮৬। লিড রয়েছে ১৯৭ রানের।

Exit mobile version