Kangana Ranaut: ট্যুইটারে ওয়াপসি কঙ্গনার, ‘ঘরে ফিরে’ কী লিখলেন অভিনেত্রী?

।। প্রথম কলকাতা ।।

Kangana Ranaut: দীর্ঘ সময় ধরে ট্যুইটার থেকে দূরে ছিলেন। ২০২১-এর মে’তে নানা উস্কানিমূলক ট্যুইটের জেরে তাঁর অ্যাকাউন্ট সাসপেন্ড করেছিল ট্যুইটার কর্তৃপক্ষ। অবশেষে এলন মাস্কের মালিকানাধীন এই সোশ্যাল মিডিয়া সাইট নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে বলিউডের কুইনের উপর থেকে। মঙ্গলবার কোনও আনন্দের সীমানা নেই তাঁর। বহুদিন পর ট্যুইটারে ফিরে একপ্রকার আকাশে উড়ছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।

‘টিম কঙ্গনা রানাওয়াত’-এর পক্ষ থেকে ট্যুইটে জানানো হয়েছে, ‘সকলকেই নমস্কার। ফিরে ভালো লাগছে’। ট্যুইটারে তাঁর কামব্যাক নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা। কিন্তু এখনও পর্যন্ত তাঁর অ্যাকাউন্টকে ব্লু-টিক দেওয়া হয়নি। তবে পুরনো ট্যুইট ও তাঁর ফলোয়ারের সংখ্যা এখনও একই রয়েছে। তাঁকে ফলো করে প্রায় ৩০ লক্ষ ট্যুইটার ব্যবহারকারী। গত বছরে ট্যুইটারের মালিকানা বদল হলে নিজের সুর নরম করেছিলেন অভিনেত্রী। এই মাইক্রো ব্লগিং সাইটকে ‘সেরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম’ বলে ঘোষণাও করেছিলেন। সেই সময় নিন্দুকেরা বলতে শুরু করেছিলেন, ট্যুইটারে ফিরে আসতেই এলন মাস্ককে (Elon Musk) মাখন লাগাচ্ছেন কঙ্গনা।

এমনকি সরাসরি কিছু না বলে এক নেটিজেনের পোস্ট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন তিনি। যেখানে সেই মেয়েটি লিখেছিলেন, ‘বাকস্বাধীনতা থাকা অত্যন্ত জরুরী। কঙ্গনা রানাওয়াতের ট্যুইটারকে পুনর্জীবিত করা উচিত’। এমনকি ওই পোস্টে ট্যাগ করেছিলেন এলন মাস্ককে‌। আর তাতেই স্পষ্ট হয়ে যায় কঙ্গনা নিজের ট্যুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে মরিয়া। প্রায় দু’বছর পর তাঁর এই মাধ্যমে ফেরত আসায় আনন্দিত তাঁর ভক্তকূল।

প্রসঙ্গত, ট্যুইটার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, ‘বারবার বলা হয়েছে কোনও অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে অশান্তির বাতাবরণ তৈরি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই অ্যাকাউন্টটি একবারে বন্ধ করে দেওয়া হয়েছে ঘৃণা ছড়ানো ও অ্যাবিউসিভ বিহেবিয়ার পলিসি না মানার জন্য’। অনেকে এবার বলছেন, খেলা জমে উঠবে। দ্বিতীয় ট্যুইটে নিজের আসন্ন ছবি ‘এমার্জেন্সি’র প্রোমোশনাল ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে ছবির মহরত থেকে শ্যুটিংয়ের মুহূর্ত নজরে এসেছে। আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে ছবি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version