Amitabh Bachchan: নেশা ছাড়তে চান! উপায় বাতলে দিলেন স্বয়ং অমিতাভ বচ্চন

।। প্রথম কলকাতা ।।

Amitabh Bachchan: অমিতাভ বচ্চন এমন একজন অভিনেতা যাকে ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আম জনতা অনুসরণ করেন। তিনি অ্যাকশন সহ সমস্ত ঘরানার চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানে প্রজেক্ট কে-এর চিত্রগ্রহণের সময় আঘাতের পরে সুস্থ হয়ে উঠছেন ‘বিগ বি’। অবসর সময়ে ব্লগ লেখেন অমিতাভ বচ্চন। ব্লগের মাধ্যমে তিনি অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। বিগ বি তার একটি ব্লগে শেয়ার করেছেন কীভাবে তিনি সিগারেট এবং অ্যালকোহল ছেড়েছিলেন।

চলচ্চিত্রে যাত্রা শুরু করার আগে অমিতাভ বচ্চন কলকাতায় কাজ করতেন। তিনি প্রকাশ করেছেন যে কলকাতায় থাকাকালীন তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। শুধু মদ্যপান নয়, ধূমপানেও আসক্তি ছিল তাঁর। যদিও বহু বছর হয়ে গেছে মদ কিংবা সিগারেট ছুঁয়েও দেখেননা তিনি। ব্লগ পোস্টে তিনি বলেন, “বহুবছর আগেই তিনি মদ্যপান ছেড়ে দিয়েছেন, তবে তাঁর আক্ষেপ আরও আগে সেটা ছাড়লে হয়ত ভালো হত।”

মদ্যপানের পাশাপাশি ধূমপানেও তিনি আসক্ত হয়ে পড়েন। তিনি তাঁর ব্লগে জানান, যেকোনো নেশা হুট করে ছাড়তে হয়। ধূমপান ছাড়ার বিষয়ে বিগ বি জানান, “যখন ধূমপান করছেন জ্বলন্ত সিগারেটটা ঠোঁটের কোণা থেকে ফেলে দিয়ে, তাকে বিদায় দিন। যে অভ্যাস মানুষকে ক্যানসারের মুখে ঠেলে দেয় তাকে ছেড়ে দেওয়া উচিত।” তবে সময়ের সঙ্গে বদলে ফেলেছেন নিজের অভ্যাস। নিয়মে বেঁধে ফেলেছেন নিজের জীবন।

অমিতাভ বচ্চনকে পরবর্তীতে দেখা যাবে নাগ অশ্বিনের প্রজেক্ট কে-তে। ছবির শুটিং করার সময়, অমিতাভ বচ্চন তার পাঁজরের কার্টিলেজে আঘাত পেয়েছিলেন এবং সুস্থ হয়ে উঠছেন। প্রজেক্ট কে ছবিতে অমিতাভ বচ্চন ছাড়াও রয়েছেন দক্ষিণী তারকা প্রভাস এবং দীপিকা পাডুকোন। ১২ জানুয়ারী, ২০২৪-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version