।। প্রথম কলকাতা ।।
গত বছর ৩০ ডিসেম্বর একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ভারতীয় উইকেট-রক্ষক ব্যাটার ঋষভ পন্থ। দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে পন্থের গাড়িতে আগুন ধরে গিয়েছিল। কোনওভাবে সময়মতো পালাতে সক্ষম হয়েছিল ভারতীয় তারকা। এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন ঋসভ পন্থ। নিজেকে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভারতের কিংবদন্তি অধিনায়ক কপিল দেব বলেছেন মারাত্মক দুর্ঘটনায় যে আঘাত পেয়েছিলেন তা থেকে সেরে উঠার সঙ্গে সঙ্গে তিনি পন্থকে চড় মারতে চান।
কপিল দেব একটি আনকাট ভিডিওতে বলেছেন যে পন্থের অনুপস্থিতি ভারতীয় দলকে বিপর্যস্ত করেছে। বাচ্চাদের ভুল করলে বাবা-মায়ের যেমন থাপ্পড় মারার অধিকার রয়েছে, পন্থ সুস্থ হওয়ার পরে তাঁর সঙ্গে এমনটাই করতে চান ভারতীয় কিংবদন্তি।
আনকাট ভিডিওতে কপিল দেব বলেন, “তার প্রতি আমার অনেক ভালবাসা আছে। আমি চাই সে সুস্থ হয়ে উঠুক যাতে আমি গিয়ে তাকে চড় মারতে পারি এবং তাকে নিজের দেখাশোনা করতে বলতে পারি। তোমার দুর্ঘটনার কারণে, পুরো দল ভেঙে পড়েছে। আমি তাকে ভালবাসি কিন্তু আমার তার উপর রাগও আছে। আজকালকার তরুণরা কেন এমন ভুল করে? এর জন্য একটা চড় খাওয়া উচিত।”
তিনি আরও বলেন, “প্রথমত, আশীর্বাদ রইল, সে যেন পৃথিবীর সকল ভালোবাসা পায়, সর্বশক্তিমান তাকে সুস্বাস্থ্য দান করুক। কিন্তু তারপরে, বাবা-মায়ের মতো এই দায়িত্ব আছে সন্তানরা যদি ভুল করে তবে তাদের চড় মারা।”