Usashi Chakraborty: মেন্টাল হেলথ চেক করতে চান? যোগাযোগ করুন জুন আন্টির সঙ্গে

।। প্রথম কলকাতা ।।

Usashi Chakraborty: ছোট পর্দায় কামব্যাক করছেন উষসী চক্রবর্তী। জুন আন্টি চরিত্রটিকে তিনি যেভাবে জীবন্ত করেছিলেন তাতে আজও দর্শক বাঁধা পড়ে কিন্তু এবার নতুন চরিত্র নতুন চ্যালেঞ্জ। কালার্স বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিকে তাঁকে দেখা যাবে তবে কি তিনি খলনায়িকা হিসেবেই কাম ব্যাক করছেন? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে মাঝে এতটা সময় কোথায় ছিলেন জুন আন্টি? কোনো মেগাতে তো তাকে দেখা যায়নি। দেড় বছরের একটা বিরতি নিয়েছিলেন তিনি? মন থেকে যাতে জুন আন্টি সরে যায় সেটাই কি চেয়েছিলেন? কিন্তু জুন আন্টি অমর।

শ্রীময়ী দিয়ে জায়গা করে নিয়েছিলেন উষসী। সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট দিলেই তাতে পড়ে হাজার হাজার লাইক আর কমেন্ট। অনেকের মুখে থেকে একটাই প্রশ্ন কবে ছোটপর্দায় দেখা যাবে উষসীকে? তবে উষসী দেড় বছর কিন্তু চুপচাপ বসে থাকেননি টানা কাজ করতে করতে কী ক্লান্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী? তিনি মন দিয়ে কাউন্সিলিং কোর্স করেছিলেন। বর্তমানে অভিনেত্রী একজন ট্রেন্ড কাউন্সিলার। উষসী আমাদের জানিয়েছেন তিনি এখন মানুষজনকে কাউন্সিলিং করতে পারেন।

তিনি কোভিডের পর দেখেছিলেন মানুষের মেন্টাল হেল্থ এর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে সাইকো থেরাপি খুব প্রয়োজন। তাই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি কাউন্সিলিংএর কাজটা প্রফেশন হিসেবেই নিয়েছেন।অবসর সময় উষসী পড়াশোনা করেন এছাড়াও বিভিন্ন রকম কাজ করেন। অভিনয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না। আগামীদিনে থিয়েটারে লেখার ইচ্ছেও রয়েছে তাঁর। আর কি ইচ্ছে রয়েছে তাঁর জানাবো আপনাদের।

সব সময় চর্চায় থাকেন উষসী। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল কম হয় না। সেই ট্রোলের সপাটে জবাব দিতেও ছাড়েন না তিনি। জনপ্রিয় ধারাবাহিক শ্রীভূমি শেষ হলেও তাঁকে মনে রেখেছেন দর্শকরা। ছোট পর্দায় ফিরছেন উষসী। শ্রীময়ীতে যেমন স্টাইলিশ গ্ল্যামারাস লুক এ ধরা দিয়েছিলেন এই সিরিয়ালেও তেমন ভাবেই দেখা যাবে তাঁকে। তবে এবার শুধু অভিনয় নয় অভিনয়ের পাশাপাশি অন্য পেশাকে বেছে নিয়েছেন জুন। কেউ যদি মেন্টাল হেলথ সম্পর্কে সচেতন হন উনি অবশ্যই উষসীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। মেইল আইডি শেয়ার করেছেন আমাদের সঙ্গে অভিনেত্রী। এছাড়া তিনি জানিয়েছেন খুব শীঘ্রই তিনি হেল্পলাইন নাম্বার চালু করবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version