Pathaan Trailer : অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার ! মুক্তি পেতে চলেছে পাঠানের ট্রেলার

।। প্রথম কলকাতা ।।

Pathaan Trailer : ‘পাঠান’ (Pathaan) ছবির প্রথম গান ‘বেশরম রঙ’ মুক্তি পাবার পর থেকেই এই ছবি বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়াচ্ছে। বয়কট পাঠান ট্রেন্ড উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। তবে একের পর এক বিতর্ককে ফিকে করে দিয়ে সিনেমার পোস্টার এবং নতুন গান প্রকাশ্যে আনা হচ্ছে। শাহরুখ অনুরাগীদের কৌতূহল ধরে রাখা সম্ভব হচ্ছে না। কারণ তাঁরা এখনও পর্যন্ত ছবির ট্রেলার দেখতে পাননি। কবে প্রকাশ্যে আসবে ট্রেলার (Pathaan Trailer) ? সেই প্রশ্নের উত্তর এবার নিজেই দিয়ে দিলেন কিং খান।

সোমবার শাহরুখ খান (Shahrukh Khan) ট্যুইট করে জানান, মঙ্গলবার বেলা এগারোটায় তাঁর আগামী ছবি পাঠানের ট্রেলার মুক্তি পেতে চলেছে। বিভিন্ন ভাষায় পাঠানের ট্রেলার মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি । একটি ট্যুইটের মাধ্যমে শাহরুখ খান জানান, “যশরাজ ফিল্মসের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ২৫ জানুয়ারি বড় পর্দায় দেখুন পাঠান। রিলিজ হচ্ছে হিন্দি ,তামিল এবং তেলেগু ভাষায় “। শুধুমাত্র নতুন পোস্টার দিয়েই নয়, দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) লুক ট্যুইট করে শাহরুখ খান লেখেন, ” তাঁরও একটা মিশন রয়েছে”।

অন্যদিকে সহ অভিনেতা জন আব্রাহামের (John Abraham) ছবির লুক ট্যুইট করে শাহরুখ খান লেখেন, ” মিলতে হে মেয়দান পার, মাজা আয়েগা”। অর্থাৎ বোঝাই যাচ্ছে পাঠানের ট্রেলার নিয়ে ভক্তকূল যতটা উৎসাহিত হয়ে রয়েছে , ঠিক ততটাই উৎসাহ রয়েছে এসআরকের মধ্যেও। তিনি নিজের লুক শেয়ার করেও লেখেন, “খুব তাড়াতাড়ি মিশন শুরু হবে। আসছে পাঠানের ট্রেলার”। পাঠান ছবির চিত্রনাট্য কী হতে চলেছে, এই প্রশ্ন অনুরাগীদের মনে ওঠা একেবারেই স্বাভাবিক।

যদিও আসল গল্প কী তা সিনেমা দেখার পর জানতে পারলেই ভালো হয়। স্পয়লার দেওয়ার মত তথ্য এখনও পর্যন্ত কিছুই প্রকাশ্যে আসেনি। তবে রিপোর্ট বলছে এই ছবির চিত্রনাট্য এক কুখ্যাত অপরাধীকে কেন্দ্র করে আবর্তিত হবে। মধ্যপ্রাচ্যের দেশে তাঁর বসবাস এবং সেই মাদকচক্রের মূল মাথাকে হত্যা করার মিশনে পাঠানো হয় প্রাক্তন পুলিশ কর্মীকে । আজীবন আন্ডারকভার কপ হিসেবে কাজ করে আসা সেই প্রাক্তন পুলিশ কর্মীর সঙ্গে কুখ্যাত অপরাধীর লড়াইটা ঠিক কেমন হবে ? মিশন কি সফল হবে ? এটা জানতে হলে ২৫ জানুয়ারি দর্শকদের যেতে হবে সিনেমা হলে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version