Vivek Agnihotri: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর কোন দৃশ্য ভুল প্রমাণিত হলে পরিচালনা ছেড়ে দেবেন বিবেক!

।। প্রথম কলকাতা ।।

Vivek Agnihotri: ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর কোন দৃশ্য ভুল প্রমাণিত হলে পরিচালনা ছেড়ে দেবেন। একটি ভিডিও বার্তায় এমনটাই জানালেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এএনআই-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই) জুরি প্রধান নাদাভ ল্যাপিড ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর তীব্র সমালোচনা করেছেন। নাদাভ ল্যাপিড হলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসরায়েলি পরিচালক। তিনি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে একটি “প্রচারধর্মী এবং অশ্লীল” চলচ্চিত্র বলে অভিহিত করেছেন। ছবি সম্পর্কে এমন মন্তব্য বিন্দুমাত্র মেনে নেননি ছবির পরিচালক। তিনি একটি ভিডিও বার্তার মধ্যে রীতিমত খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়লেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিও। পরিচালক বিবেক ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, “সন্ত্রাস সমর্থক এবং গণহত্যা অস্বীকারকারীরা কখনোই আমাকে চুপ করতে পারবে না। জয় হিন্দ। #TheKashmirFiles #ATrueStory।”

বিবেক অগ্নিহোত্রী ভিডিওটিতে বলেছেন, জুরি সদস্য ‘দ্য কাশ্মীর ফাইলস’কে একটি অপপ্রচার এবং একটি অশ্লীল ফিল্ম বলে অভিহিত করেছেন। যদিও এটা তাঁর জন্য নতুন কিছু নয়, কারণ এই ধরনের মন্তব্য অনেক সন্ত্রাসী সংগঠন করছে। এদের সাথে আছে যারা ভারতকে ভাগ করতে চায়। কিন্তু যে বিষয়টি তাঁকে সবচেয়ে বেশি আশ্চর্য করে তা হল, কিছু সন্ত্রাসবাদী দ্বারা ভারত থেকে কাশ্মীরকে বিভক্ত করার এই আখ্যানটি ভারত সরকার আয়োজিত একটি অনুষ্ঠান মঞ্চে সাপোর্ট পায়। এই লোকেরা কারা? তিনি যেদিন থেকে ছবিটি নিয়ে কাজ শুরু করেছেন, সেদিন থেকেই এই ছবিটিকে প্রোপাগান্ডা বলে অভিহিত করা হয়েছে। এই ছবিটি তৈরি করা হয়েছে প্রায় ৭০০ জনেরও বেশি লোকের সাক্ষাৎকার নিয়ে। যাদের পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে অত্যাচারের শিকার। তারা সবাই কি অপপ্রচার বা অশ্লীল কথা বলছিলেন?

বিবেক ইসরায়েল থেকে আসা কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর কোন দৃশ্য ভুল প্রমাণিত হলে পরিচালনা ছেড়ে দেবেন। ইতিমধ্যেই ওই ইসরায়েলি পরিচালক সর্বসমক্ষে ‘দ্য কাশ্মীর ফাইলস’কে অশ্লীল এবং প্রচারধর্মী বলায় জনরোষের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে সরব হয়েছেন বহু বলি তারকারা। এহেন মন্তব্যের পর ইফি-র জুরি বোর্ড জানিয়েছে, সবটাই ছিল নাদাভ ল্যাপিডের ব্যক্তিগত মতামত।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version