।। প্রথম কলকাতা ।।
ঈশ্বরের সামনে ঈশ্বরের রেকর্ড ভাঙার সাধ্য কজনেরই বা আছে? তাও আবার বিশ্বকাপের মঞ্চে। কিং কোহলির পক্ষেই তা সম্ভব। অসম্ভবকে সম্ভব করা যে তাঁর অভ্যাসে পরিণত হয়ে গেছে। ক্রিকেটের নন্দনকাননে ঈশ্বরকে স্পর্শ করার স্পর্ধা আগেই দেখিয়েছিলেন বিরাট কোহলি। এবার ঈশ্বরের রেকর্ড ভেঙে অনন্য নজির গড়লেন কিং কোহলি। ঈশ্বরের নিজস্ব ভূমিতে অধীশ্বর বিরাট কোহলি। একটি বিশ্বকাপে সর্বোচ্চ রান এবং ওয়ানডে-তে সর্বোচ্চ শতরানের নিরিখে এখন গোটা বিশ্বে তিনিই সর্বকালের সেরা।
এবার বিশ্বকাপটা বিরাট কোহলির কাছে অন্যতম স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই বিশ্বকাপে তাঁর ঝুলিতে এসেছে একের পর এক রেকর্ড। তার মধ্যে অধিকাংশ রেকর্ডই ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের। এদিন প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে সেঞ্চুরি করেন কিং কোহলি। ১১৭ রানের ইনিংস খেলে তিনি হয়ে গেলেন প্রথম ব্যাটার যিনি ওডিআই ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি করলেন। তাঁর এই ইতিহাস তৈরির সাক্ষী থাকলেন স্বয়ং ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার। বিরাটের সেঞ্চুরির পরই হাততালি দিয়ে বাহবা দিলেন ছাত্র বিরাটের কীর্তিকে।
শুধু তাই নয় চলতি বিশ্বকাপে ৭১১ রান করে একটি বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিকও হলেন বিরাট কোহলি। এতদিন এই রেকর্ডটি ছিল মাস্টার ব্লাস্টারের দখলে। ২০০৩ বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন শচীন টেন্ডুলকার। এদিন নিজের মাঠেই বিরাট কোহলির মাথায় মুকুট তুলে দিতে হয়েছে শচীনকে। এদিন টুইটে শচীন বলেন, প্রথম যখন তোমাকে ড্রেসিংরুমে দেখি তোমাকে বাকি সতীর্থরা প্র্যাঙ্ক করেছিল আমার পা ছুঁতে বলে। আমি সেই দিন হাসি থামাতে পারিনি। তবে সেই সময় তোমার প্যাশন ও স্কিল দিয়ে তুমি আমার হৃদয় স্পর্শ করেছিলে। আমি খুব খুশি যে সেদিনের তরুণ ছেলেটা এখন বিরাট প্লেয়ার হয়ে গিয়েছে। একজন ভারতীয় আমার রেকর্ড ভাঙল, এরথেকে বেশি খুশি আমি আর হতে পারতাম না। এবং এটা হল বড় মঞ্চে, বিশ্বকাপ সেমিফাইনালে, আমার ঘরের মাঠে।
সেঞ্চুরির পর বিরাট কোহলি সাক্ষাৎকারে বলেন, ‘মহান মানুষটা আমাকে অভিনন্দন জানিয়েছেন। এটা একটা স্বপ্নের মত। পরিস্থিতি অনুযায়ী খেলা এবং দলের জন্য খেলা, এটাই আমার ধারাবাহিকতার চাবিকাঠি। এটা স্বপ্নের ব্যাপার, শচীন পাজি স্ট্যান্ডে রয়েছেন, আমার জীবনসঙ্গী রয়েছেন এবং ওয়াংখেড়েতে সমস্ত সমর্থকরা রয়েছেন। শ্রেয়স ও কেএল রাহুল যেভাবে ফিনিশ করেছে ওদের বেশি কৃতিত্ব প্রাপ্য। এদিন নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ১২ বছর পর ফাইনালে জায়গা করে নিল টিম ইন্ডিয়া। মহম্মদ শামির আগুনে স্পেলে ধ্বংস হয়ে গেল কিউইরা। সেই সঙ্গে গতবারের সেমিফাইনালের বদলা নিল বিরাট-রোহিতরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম