IPL 2023: শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি! কাটা হল ম্যাচ ফি’র ১০ শতাংশ

।। প্রথম কলকাতা ।।

IPL 2023: সোমবার, ১৭ এপ্রিল ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শাস্তির মুখে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। কেটে নেওয়া হল ম্যাচ ফির ১০ শতাংশ। দিনটা একেবারেই ভালো যায়নি ভারতের প্রাক্তন অধিনায়কের। পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের কাছে পরাজিত হয়েছে তার দল। ম্যাচে নিজেও রান পাননি। তার উপর শাস্তির খাঁড়া! আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিরাটের বিরুদ্ধে।

আইপিএলের তরফে জানানো হয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস ম্যাচ চলাকালীন বিরাট কোহলি আইপিএলের আচরণবিধি ভঙ্গ করেছেন। আইপিএলের নিয়মের ২.২ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন কোহলি। এটি লেভেল ১ অপরাধ। কোহলি নিজেও তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। তবে কোন আচরণের জন্য কোহলিকে জরিমানা করা হয়েছে তা স্পষ্ট করে বলা হয়নি। তবে অনুমান করা হচ্ছে শিবম দুবের আউটের পর কোহলির মাত্রাতিরিক্ত উদযাপনের কারণেই এই জরিমানা।

দিল্লি ম্যাচের পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন বিরাট কোহলি। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ শেষে দু’জনকে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখতে দেখা গিয়েছিল। এরপরই ইনস্টাগ্রামে সৌরভ গাঙ্গুলিকে আনফলো করেন বিরাট কোহলি। যা নিয়ে ক্রিকেট মহল থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। সেই আগুনে আরও ঘি ঢেলে দিয়েছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। সৌরভও ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিলেন বিরাট কোহলিকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version