T20 Cricket: আইসিসির তারকাখচিত তালিকায় বিরাট কোহলি, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া

।। প্রথম কলকাতা ।।

 

সোমবার আইসিসি ২০২২ সালের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে।পুরুষদের দলে জায়গা পেয়েছেন ভারতের বিরাট কোহলি, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। গত বছরের ভাল পারফরম্যান্সকারী খেলোয়াড়দের অভিজাত তালিকার অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের জস বাটলারকে। যার নেতৃত্বে অস্ট্রেলিয়ায় আয়োজিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

 

তিনজন খেলোয়াড় নিয়ে দলে সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব রয়েছে ভারতের। তার পরেই রয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান (দুজন)। নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার প্রত্যেকে একজন করে খেলোয়াড় রয়েছে অভিজাত তালিকায়। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কোন খেলোয়াড় এই তালিকায় জায়গা পাননি।

 

আইসিসির ওয়েবসাইটে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, “২০২২ সালে বিরাট কোহলি আবারও পুরনো দিনের ঝলক দেখিয়েছেন। তিনি পাঁচ ম্যাচে ২৭৬ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে এশিয়া কাপে ঝড় তুলেছিলেন। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরির মাধ্যমে প্রায় তিন বছরের সেঞ্চুরির খরার অবসান ঘটিয়েছেন তিনি।”

 

বিবৃতিতে আরও বলা হয়, সেক ফর্ম ধরে রেখেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। যেখানে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ইতিহাসে সেরা টি-টোয়েন্টি ইনিংসগুলির মধ্যে একটি খেলেছিলেন কোহলি। ৮২ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন তিনি। টুর্নামেন্টে কোহলি আরও তিনটি অর্ধশতক করেছেন এবং ২৯৬ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে শেষ করেছেন।”

 

২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মের সূর্যকুমার যাদবকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ১,১৬৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে বছর শেষ করেছিলেন এবং আইসিসি টি-টোয়েন্টি ক্রমতালিকায় ১ নম্বর স্থানও অধিকার করেন।

 

আইসিসির প্রকাশিত ২০২২ সালের টি-টোয়েন্টি একাদশ:
জস বাটলার (অধিনায়ক, উইকেট-রক্ষক) (ইংল্যান্ড), মহম্মদ রিজওয়ান (পাকিস্তান), বিরাট কোহলি (ভারত), সূর্যকুমার যাদব (ভারত), গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হার্দিক পান্ডিয়া (ভারত), স্যাম কুরান। (ইংল্যান্ড), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), হারিস রউফ (পাকিস্তান), জোশ লিটল (আয়ারল্যান্ড)।

Exit mobile version