।। প্রথম কলকাতা ।।
বাংলাদেশের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের কারণে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে নেমে গেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বাংলাদেশে টেস্ট সিরিজে ৪ ইনিংসে মাত্র ৪৫ রান করেছেন কোহলি। প্রাক্তন নম্বর ১ ব্যাটার বিরাট কোহলি বাংলাদেশ স্পিনারদের ঘূর্ণিতে সমস্যায় পড়েছিলেন। যদিও ভারত ২-০তে টেস্ট সিরিজ জয় করে।
অন্যদিকে, মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ ৭৩ রান করা বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস বুধবার আপডেট করা আইসিসির ব্যাটিং র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে কোহলির ১২তম স্থানে উঠে এসেছেন। কোহলি টেস্টে ফর্মের জন্য লড়াই করে চলেছেন। ২০২২ সালে ৬ টেস্টে ২৫-র কিছু বেশি গড়ে ২৬৫ রান করেছেন। এছাড়াও, শ্রেয়াস আইয়ার আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১০ স্থান লাফিয়ে ১৬ নম্বরে পৌঁছেছেন। যা তার ক্যারিয়ারের সেরা অবস্থান। মিডল অর্ডার ব্যাটার বাংলাদেশে দুর্দান্ত ফর্মে ছিলেন। ২ টেস্টে ২০২ রান করেছিলেন।
আইয়ার অশ্বিনের সঙ্গে অপরাজিত ৭১ রানের জুটি গড়েছিলেন যা মিরপুরে দ্বিতীয় টেস্টে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ধীরে ধীরে নিজেকে টেস্ট স্কোয়াডের একটি অপরিহার্য সদস্য হিসাবে প্রতিষ্ঠিত করছেন। উভয় টেস্টেই শতরান মিস করলেও দলের সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার মার্নস লাবুশনে শীর্ষস্থান ধরে রেখেছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে ঋষভ পন্থ সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে এবং আঙুলের চোটের কারণে বাংলাদেশ টেস্ট খেলতে না পারা রোহিত শর্মা নবম স্থানে রয়েছেন।