BGT: ১৫ ইনিংসের পর প্রথম টেস্ট হাফ-সেঞ্চুরি করলেন বিরাট কোহলি

।। প্রথম কলকাতা ।।

 

BGT: ১১ মার্চ, শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ তথা শেষ টেস্টে নিজের ২৯তম টেস্ট হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি (Virat Kohli)। ব্যাটারের ২৮ থেকে ২৯তম হাফ-সেঞ্চুরি করতে প্রায় ১৪ মাস লেগেছে ভারতের প্রাক্তন অধিনায়কের। ২০২২ সালের জানুয়ারীতে ৩৪ বছর বয়সী এই তারকা ব্যাটার কেপটাউনের নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮তম অর্ধ-শতরান করেছিলেন। সেই ম্যাচে কোহলি ২০১ বলে ১২ চার এবং একটি ছক্কায় ৭৯ রান করেন।

 

ভারতের এই তারকা ব্যাটার গত ১৫ ইনিংসে হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। তাঁর শেষ ১৫ টেস্ট ইনিংসের স্কোর হলো ২৯, ৪৫, ২৩, ১৩, ১১, ২০, ১, ১৯ অপরাজিত, ২৪, ১, ১২, ৪৪, ২০, ২২ এবং ১৩। এছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে শূন্য রানে আউট হতেও পারতেন কোহলি। তৃতীয় দিনের তৃতীয় সেশনে টুড মারফির বল ব্যাটে লাগাতে পারেননি কোহলি। অ্যালেক্স কেরি স্টাম্পিংয়ের জন্য আবেদন করেন। কিন্তু লেগ-আম্পায়ার সেই আবেদনে কর্ণপাত করেননি। এরপরে অধিনায়ক স্টিভ স্মিথ ক্যাচ বিহাইন্ডের জন্য ডিআরএস ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু কেরি এবং মারফির কাছ থেকে সমর্থন পাননি।

 

এরপর ভারতীয় ব্যাটার অজি বোলারদের আর সুযোগ দেননি। ১০৭ বলে অর্ধ-শতরান পূর্ণ করেন ডানহাতি ব্যাটার। ভারতীয় ইনিংসের ৯৩তম ওভারে তিনি তার হাফ-সেঞ্চুরি করেন। তৃতীয় দিনের শেষে ১২৮ বলে ৫৯ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি। সঙ্গে ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা (১৬)। ৩ উইকেট হারিয়ে ভারতের রান ২৮৯। অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৯১ রানে পিছিয়ে ভারত।

Exit mobile version