IPL 2023: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অধিনায়কত্বে ফিরেছেন বিরাট কোহলি, জানেন কেন ?

।। প্রথম কলকাতা ।।

 

IPL 2023: ২০ এপ্রিল বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) হয়ে অধিনায়কত্বে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০২২ মরসুমের আগে ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। তার জায়গায় ফাফ ডু প্লেসিসকে নিলামে দলে নিয়ে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়। ভূমিকা তবে, পাঞ্জাব কিংস ম্যাচের আগে, ভারতীয় তারকা দলের অধিনায়ক হিসাবে ফিরে এসেছেন।

 

তারকা ব্যাটার চলতি মরসুমে ব্যাট হাতে শীর্ষ ফর্মে রয়েছেন। কারণ তিনি ইতিমধ্যেই এই মরসুমে তিনটি অর্ধশতক করেছেন। বৃহস্পতিবার পাঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কুরান টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। অধিনায়কত্বে ফিরে আসার পরে কোহলি একটি বিশাল প্রশংসা পান এবং আবারও এই দায়িত্ব নেওয়ার কারণ প্রকাশ করেন।

 

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, কোহলি প্রকাশ করেছেন যে ডু প্লেসিস একজন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে খেলবেন কারণ তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের সময় পাঁজরের চোটের কারণে মাঠে নামতে পারেননি। তারকা ব্যাটার বলেছেন যে আরসিবি টস হেরে হতাশ হয়নি কারণ আরসিবি প্রথমে ব্যাট করতে চেয়েছিল।

 

কোহলি বলেন, “ফাফ সম্ভবত আজ ফিল্ডিং করতে পারবেন না, তাই তিনি ভিশাক বিজয়কুমারের সঙ্গে পরিবর্তন করে একজন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে খেলবেন। আমরা যা চাই তা করতে হবে, আমরা প্রথমে ব্যাট করতাম, পিচ ধীর হতে পারে, কিছু স্ক্রাফ চিহ্ন বোলারদের খেলার গভীরে যেতে সাহায্য করবে।”

 

একজনের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্রথম একাদশ:
বিরাট কোহলি (অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, মহিপাল লোমর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক (ডাব্লু), ওয়ানিন্দু হাসরাঙ্গা, সুয়শ প্রভুদেসাই, হর্ষাল প্যাটেল, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ।

ইমপ্যাক্ট সাবস্টিটিউট: ভিশাক বিজয়কুমার, ডেভিড উইলি, করণ শর্মা, আকাশ দীপ, অনুজ রাওয়াত।

Exit mobile version