IPL 2023: আইপিএলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ৫০টি পঞ্চাশের বেশি স্কোর করলেন বিরাট কোহলি

।। প্রথম কলকাতা ।।

 

IPL 2023: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উদ্বোধনী ম্যাচে নতুন মাইলফলক গড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পঞ্চাশটি পঞ্চাশ করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সুপারস্টার। রবিবার, ২ এপ্রিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ২০২৩-এর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ল্যান্ডমার্ক অর্জন করেন।

 

এদিন দুর্দান্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। মুম্বাই ইন্ডিয়ান্স বোলিং আক্রমণকে দুরমুশ করে ৮২ রানের অপরাজিত একটি ইনিংস খেলেন তারকা ব্যাটার। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে প্রথম উইকেটে মাত্র ৮৯ বলে ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। প্রথম ডেলিভারিতে নড়বড়ে শট খেলে জোফরা আর্চারের বলে আউট হয়ে যাচ্ছিলেন বিরাট। এরপর কোহলি তার ইনিংস এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি প্রভাবশালী হয়ে ওঠেন। এরপর ওই আর্চারকেই দুরমুশ করেন বিরাট।

 

এদিন ৩৮ বলে ৫০ রান পূর্ণ করেন বিরাট কোহলি। ৪৯ বলে ৬টি চার ও পাঁচটি ছক্কায় ৮২ রান করে অপরাজিত থেকে যান তিনি। ১৫তম ওভারে তরুণ বাঁহাতি পেসার আরশদাদ খানের বলে আউট হওয়ার আগে ফাফ ডু প্লেসিস ৪৩ বলে ৭৩ রান করেন। তার ইনিংসে সাজানো ছিল ৬ ছক্কা এবং ৫ চার। এই নিয়ে আইপিএলে ৪৫টি অর্ধশতরান করলেন বিরাট কোহলি। রয়েছে ৫টি শতরান। বিরাটের আগে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি করেছেন ৫৬টি অর্ধ-শতরান ও ৪টি শতরান। বিরাটের পর তৃতীয় নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। তার দখলে রয়েছে ৪৭ অর্ধশতরান ও ২ শতরান।

Exit mobile version