Border-Gavaskar Trophy: আহমেদাবাদ টেস্টে ঐতিহাসিক মাইলফলকের সামনে বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন

।। প্রথম কলকাতা ।।

 

এই প্রজন্মের সেরা দুই ভারতীয় ক্রিকেটার, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন মুগ্ধ করার সুযোগ খুব কমই মিস করেন। দুই তারকাই বিশ্ব ক্রিকেটে একের পর এক রেকর্ড ভেঙেছেন, একের পর রেকর্ড গড়েছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ এবং শেষ টেস্টে কোহলি এবং অশ্বিন তাদের সজ্জিত ক্যারিয়ারে আরও কয়েকটি ঐতিহাসিক মাইলফলক ছুঁতে চলেছেন।

 

বিরাট কোহলি এখনও পর্যন্ত সিরিজের তিনটি ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত রান করতে পারেননি। সিরিজের শেষ ম্যাচে ফর্ম ফিরে পেতে বদ্ধপরিকর ভারতের প্রাক্তন অধিনায়ক। দেশের মাটিতে টেস্টে ক্রিকেটে ৪,০০০ রান থেকে মাত্র ৪২ রান দূরে রয়েছেন বিরাট কোহলি। এর আগে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার এবং বীরেন্দ্র শেহবাগ ভারতের হয়ে এই মাইলস্টোন গড়েছিলেন।

 

কোহলি যদি আহমেদাবাদ টেস্টে এই ল্যান্ডমার্কে পৌঁছে যান, তবে তিনি রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কারকে পিছনে ফেলে তৃতীয় দ্রুততম ভারতীয় হিসেবে এই রেকর্ড গড়বেন। উল্লেখ বিষয় হল এই যে সমস্ত ব্যাটারের মধ্যে কোহলির গড় সর্বোচ্চ (৫৮)।

 

অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট পূর্ণ হতে অশ্বিন মাত্র ১০ উইকেট দূরে রয়েছেন। ৩৬ বছর বয়সী এই অফস্পিনার টেস্ট ফরম্যাটে মোট ৪৬৭ উইকেট সংগ্রহ করেছেন এবং জাতীয় দলের হয়ে একদিনের আন্তর্জাতিকে (ওডিআই) ১৫১ উইকেট সংগ্রহ করেছেন। টি-টোয়েন্টিতে, অশ্বিনের এখন পর্যন্ত মোট ৭২টি উইকেট রয়েছে।

 

এছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার অনিল কুম্বলের রেকর্ডের সমান থেকে অশ্বিনও মাত্র ৪ উইকেট দূরে। খেলার দীর্ঘতম ফরম্যাটে অজিদের বিরুদ্ধে মোট ১১১ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। ইতিমধ্যেই চতুর্থ টেস্টের প্রথম দিনে ট্রেভিস হেডকে ফিরিয়ে দিয়েছেন অশ্বিন। লাঞ্চের আগে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেট হারিয়ে ৭৫।

Exit mobile version