Vijay Deverakonda: ইডির দফতরে বিজয় দেবেরাকোন্ডা! তবে কি আইনি জটিলতায় অভিনেতা?

।। প্রথম কলকাতা ।।

Vijay Deverakonda: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা তিনি। তাঁর প্রেমে পাগল বহু নারী। এবার তাঁকে হাজিরা দিতে হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে। কিন্তু কেন? কী এমন হলো যার জন্য ইডির দফতরে হাজিরা দিয়েছেন বিজয় দেবেরাকোন্ডার? ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণের এক রাজনীতিক বিদেশ থেকে আসা হাওয়ালার টাকা লাইগার ছবিতে বিনিয়োগ করেছেন বলে অভিযোগ উঠেছে। আর বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ED। এই মর্মে জিজ্ঞাসাবাদ করার জন্য বুধবার দফতরে ডাকা হয় দক্ষিণের এই সুপারস্টারকে।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমার নায়ক গোটা বিষয়টি সম্পর্কে কতটা জানেন, তা জানার জন্যই তলব করা হয়েছিল এদিন তাঁকে। সম্প্রতি এই কারণে ছবির প্রযোজক চার্মি কৌর এবং পরিচালক পুরী জগন্নাথকেও তলব করেছে তদন্তকারী সংস্থা। জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁদেরকেও। এ বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছে LIGER। গল্পে, ভীষণ কষ্টের মধ্য দিয়ে লাইগারকে মানুষ করেছে বালামণি। মায়ের ইচ্ছা ছেলে তাঁর বাবার মতোই জনপ্রিয় MMA ফাইটার হবে। সেই কারণেই ছেলেকে মায়া নগরীতে নিয়ে আসে সে, আর তারপর সেখানকার নামজাদা কোচের কাছে ট্রেনিং দেওয়ার বন্দোবস্ত করে। কোচের চরিত্রে অভিনয় করেছেন রণিত রায়। অন্যদিকে ‘বালামণি’র চরিত্রে ‘রম্যা কৃষ্ণণ’ ও ছেলের চরিত্রে বিজয়কে দেখা গিয়েছে। তবে হঠাৎই লক্ষ্য থেকে সরে যায় ছেলে। ফাইটারের ট্রেনিং তাঁর কাছে ছোট হয়ে যায়, যখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া ওরফে অনন্যা পান্ডের প্রেমে পড়েন তিনি। গুরুত্ব পায় ভালোবাসা। এই নিয়েই গল্প। আর এই ছবির পেছনে ৯০ কোটি টাকা খরচ হয়েছে। যদিও বক্স অফিসে এর ৩০ শতাংশ ব্যবসা করতে পারেনি ছবি। মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি।

যার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে ছবির সঙ্গে যুক্ত প্রায় সকলকে। মাথা পেতে নিতে হয়েছে ‘অহংকারী’র তকমা। এই সিনেমার রিলিজের কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ‘লাল সিং চড্ডা’। সেই সময় ছবি বয়কট করার ট্রেন্ড শুরু হয়েছিল। Gaiety Galaxy-র একজিকিউটিভ ডিরেক্টর মনোজ দেশাইয়ের কথায়, স্টারডমের দম্ভে দর্শকদের একাংশের সমালোচনা করেছিলেন বিজয়, আর তাতেই ছবি ফ্লপ হয়েছে। তবে এরই মাঝে শোনা যায়, নিজের পারিশ্রমিক থেকে ছয় কোটিরও বেশি টাকা ফিরিয়ে দিয়েছেন অভিনেতা। যেহেতু ছবি ফ্লপ হয়েছে। এবার ফের সেই ছবিকে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এমনকি শেষমেশ ইডির দফতরে হাজিরা দিতে হয়েছে দক্ষিণের এই সুপারস্টারকে। দেখার, নতুন করে তদন্তে কী সামনে আসে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version