‘শুধুই শিমুলের শাশুড়ির চিৎকার’লেখক হিসেবে লীনার ছেলের কাজে অসন্তুষ্ট দর্শকরা

।। প্রথম কলকাতা ।।

এরকমও শাশুড়ি হয়? শিমুলের কষ্ট সহ্য করতে পারছেন না নেটপাড়া শাশুড়ির নানান কার্যকলাপে কার্যত অস্বস্তিতে শিমুল। ফুলশয্যা ভেস্তে দিয়েও থেমে থাকেনি পরাগের মা। মায়ের সঙ্গে ছেলের ফুলশয্যার দৃশ্য বিতর্ক আজও ঝড় চলছে। সকলেই সিরিয়ালের লেখক ওপর একপ্রকার রাগ প্রকাশ করেছিলেন কার কাছে কই মনের কথার লেখক কে জানেন?

লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প মানেই দারুন সব প্লট, অসামান্য সব ধারাবাহিকের নাম।‌ নিজের লেখনীর জন্য যেমন প্রশংসিত হয়েছেন তিনি আবার তেমনই দারুণভাবে কটাক্ষের শিকার‌ও হতে হয়েছে তাঁকে। আর এবার ধারাবাহিকের গল্প লিখে কটাক্ষের শিকার হলেন লীনা গঙ্গোপাধ্যায়ের ছেলে অর্ক গাঙ্গুলী।‌ রীতিমতো নেটিজেনরা তাকে নিয়ে বিক্ষুব্ধ। সোহাগ জল বন্ধ হয়ে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক কার কাছে কই মনের কথা। উল্লেখ্য, এই ধারাবাহিকটি প্রভূত নামিদামি অভিনেত্রীদের নিয়ে শুরু হয়েছে। মানালি দে, স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়ের মতো নামিদামি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে শুরু হয়েছে এই ধারাবাহিক। অন্যদিকে আবার পাগলি দিদির চরিত্রে অভিনয় করছেন বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য।

আর এখানেই আপত্তি রয়েছে নেটিজেনদের। তাদের মতে যেখানে পাঁচ বন্ধুকে নিয়ে গল্প শুরু হয়েছিল সেখানে পুতুল অর্থাৎ শিমুলের ননদ এবং শিমুলের শাশুড়ির অযথা কচকচানি, বাক্য বিনিময় নিয়েই এগিয়ে চলেছে এই ধারাবাহিক।‌ যা মোটেই ভালো লাগছে না দর্শকদের। নেটিজেনদের বক্তব্য মূল নায়িকারা যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছে। তাদের মতে এতগুলো গুণী অভিনেত্রীদের নিয়ে কী লাভ যদি তাদের ঠিকমতো ব্যবহারই না পারে ডিরেক্টর। মানালী ছাড়া বাসবদত্তা আর সৃজনী তো কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকে।ওদের সংলাপ নেই বললেই চলে।স্নেহা মাঝে মাঝে ২-১ টা ডায়লগ বললেও বেশি ডায়লগ বলছে শ্রীতমা। দর্শক পাঁচ বান্ধবীর গল্প দেখতে চেয়েছে সেই সঙ্গে সংসার জীবনে শিমুলের উত্থান। কিন্তু সেই সব দেখানো নেই উপরন্তু অযথা কচকচানি, প্যানপ্যানানি চলছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version