VIKI KAUSHAL: ভিকি কৌশলের জীবন সহজ ছিল না! ছোটবেলা কেমন কেটেছে অভিনেতার?

।। প্রথম কলকাতা ।।

VIKI KAUSHAL: ভিকি কৌশলের তখন ১৫ বছর বয়স
চিকিৎসক বলেই দিয়েছিলেন তাঁর বাবা আর বাঁচবেন না। ছোট একটা ঘরে খুব কষ্ট করে বড় হয়েছেন বলিউডের ভিকি। বাড়িতে ছিল না আলাদা রান্নাঘর-বাথরুম। বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেছেন কঠোর পরিশ্রম দিয়ে। উরির সাফল্যে বদলে গিয়েছিল জীবনটা। কিন্তু এখনও গভীর জলকে কেন ভয় পান ভিকি কৌশল? ক্যাটরিনা ছিল ভিকির কাছে স্বপ্নের রাজকন্যা। ক্যাটকে বউ করার চ্যালেঞ্জটা কীভাবে জিতলেন? বলিউডের আর পাঁচটা নায়কের মতো সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি ভিকির। অভিনেতার জীবনের চড়াই – উতরাইয়ের গল্প আপনার চোখে জল আনবেই।

মুম্বইয়ের একটি ছোট ঘরেইৎভিকির শৈশব কেটেছে। একটি ১০ বাই ১০ ঘর, যেখানে আলাদা কোনও রান্নাঘর বা বাথরুম ছিল না। ভাই ২ বছরের ছোট। ছোট দুই ছেলেকে নিয়ে ্ কোনওরকমে একটা ঘরে থাকতেন ভিকির মা বাবা। অভাব সঙ্গী ছিল। সেই অভাবের সংসারের সঙ্গে দোসর জুটল মারণরোগ ক্যানসার। ভিকির তখন ১৫ বছর বয়স। পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। চিকিৎসকরা তাঁকে জানিয়ে দেন তিনি আর বাঁচবেন না। মাথায় আকাশ ভেঙে পড়ে গোটা পরিবারের। ছোট দুটো ছেলেকে নিয়ে ভিকির মা কী করবেন! কীভাবে চিকিৎসার খরচ জোগাবেন ভেবেই কুলকিনারা করতে পারছিলেন না। সে সময় নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন শ্যাম কৌশল। হাসপাতালের তিন তলা থেকে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে চেয়েছিলেন। ভগবান পাশে ছিলেন। তাই শেষ রক্ষা হয়েছিল ভিকির বাবার। ক্যানসারটা আর ছড়ায়নি।

যত বড়ই স্টার হন না কেন ভিকি কৌশলের এখনও সেই সহজ -সরল জীবন। আসলে জীবনের বহু লড়াইয়ের সাক্ষী তিনি নিজেই। যত বড় দুর্যোগ আসুক না কেন হাসিমুখে সামলে নিয়েছেন ভিকি। কিন্তু ওই হাসিমুখের পিছনে কত কষ্ট চাপা রয়েছে কেউ জানে না। বাড়ি বড় ছেলে বলে কথা ভাইয়ের গায়ে এতটুকু আঁচড় লাগতে দেননি। সামান্য ডাল ভাত খাওয়া জীবনের কাছে একটাসময়ে বিলাসবহুল পাঁচতারা হোটেল কী হয় ভিকি জানতেই না। ঝকঝকে হোটেল-রেস্তরাঁতে যাওয়ার কোনও অভিজ্ঞতা ছিল না। যেদিন প্রথমবার পাঁচতারা হোটেলে গিয়েছিলেন খাবারের মেনু দেখেই আঁতকে উঠেছিলেন ভিকি। সাধারণ তরকারি থেকে খাবারের এত দাম হতে পারে কল্পনাই করতে পারেননি অভিনেতা।

বলিউডে একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল। ভিকির বাবা ছিলেন বলিউডের এক অ্যাকশন ডিরেক্টর। কিন্তু তা সত্ত্বেও আলাদা কোনও সুযোগ সুবিধা পাননি ভিকি। তাঁর বলিউড জার্নি শুরু হয়েছিল সহকারী পরিচালক হিসেবে। জানা যায়, অনুরাগ কাশ্যপের ক্রাইম থ্রিলার ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এ তাঁর সহকারী হিসেবে কাজ করেন ভিকি। অনান্য ছলবিতে অভিনয় করেছেন ঠিকই কিন্তু উরি তাঁর জীবন বদলে দেয়। কিন্তু জানেন গভীর জলের প্রতি ভিকির একটা বিরাট ভয় রয়েছে। সমুদ্র বা কোনও গভীর জলের পুকুর বা নদীকে বড্ড ভয় পান ভিকি।

ক্যাটরিনাকে নিয়ে স্বপ্ন দেখতেন ভিকি। সেই স্বপ্ন কবে সত্যি হয়ে যাবে ভাবতেও পারেননি। গোটা ইন্ডাস্ট্রির সামনে ক্যাট-কে প্রোপোজ করেছিলেন। সালমানের সামনেই প্রেমের কথা মজার ছলে জানালেও ভিকির মনের কথা ছিল ওটাই। শোনা যায় শোনা যাচ্ছে ভিকি-ক্যাটরিনার প্রেমের পিছনে আসল কারণ করণ জোহর। বলিউডে গুজব, তারপর থেকেই হয়তো ভিকি ক্যাটরিনার সম্পর্ক তৈরি হয়েছে, ধীরে ধীরে যা আরও গভীরতা পেয়েছে। এরপর পাঁচ বছরের ছোট ক্যাটকেই জীবনসঙ্গিনী করেছেন ভিকি। জীবনে চড়াই-উৎরাই এসেছে। সবচেয়ে কঠিন অধ্যায়কে কাছে থেকে দেখেছেন ভিকি। কিন্তু সবসময় জীবনকে সহজভাবে নিয়েছেন। খারাপ সময়কে হাসিতে উরিয়ে দিয়েছেন ভিকি কৌশল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version