Women’s IPL: আগামী পাঁচ বছরের জন্য মহিলাদের আইপিএল সম্প্রচার সত্ত্ব জিতল Viacom18

।। প্রথম কলকাতা ।।

 

সোমবার বিসিসিআই সেক্রেটারি জয় শাহ ঘোষণা করেছেন মহিলা আইপিএলের সম্প্রচার সত্ত্ব ৯৫১ কোটি টাকায় বিক্রি হয়েছে। ভায়াকম ১৮ (Viacom18) মহিলাদের আইপিএল-র সম্প্রচার সত্ত্ব জিতেছে। পরবর্তী পাঁচ বছরের জন্য (২০২৩-২৭) প্রতি ম্যাচে ভারতীয় মুদ্রায় ৭.০৯ কোটি মূল্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

 

বিসিসিআই সচিব এদিন টুইটে লিখেছেন, Viacom18-কে অভিনন্দন মহিলাদের আইপিএল সম্প্রচার সত্ত্ব জেতার জন্য। বিসিসিআই এবং বিসিসিআই মহিলাদের প্রতি আপনার বিশ্বাসের জন্য আপনাকে ধন্যবাদ। ভায়াকম ভারতীয় মুদ্রায় ৯৫১ কোটি প্রতিশ্রুতি দিয়েছে যার মানে পরবর্তী ৫ বছরের জন্য (২০২৩-২৭) প্রতি ম্যাচ মূল্য ভারতীয় মুদ্রায় ৭.০৯ কোটি। এটি মহিলাদের ক্রিকেটের জন্য বিশাল।”

 

তিনি আরও লেখেন, ” মহিলাদের আইপিএল সম্প্রচার সত্ত্ব-এর জন্য আজকের বিডিং আরেকটি ঐতিহাসিক মুহূর্ত ছিল৷ এটি ভারতে মহিলাদের ক্রিকেটের ক্ষমতায়নের জন্য একটি বড় এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ, যা সমস্ত বয়সের মহিলাদের অংশগ্রহণ নিশ্চিত করবে৷ সত্যিই একটি নতুন ভোর!”

বহুল প্রত্যাশিত মহিলা আইপিএল ২০২৩ সালে শুরু হতে চলেছে। এটি একটি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্ট। উদ্বোধনী মরসুমে পাঁচটি দল অংশ নিতে পারে। গত বছরের গভর্নিং কাউন্সিলের সভায় বিসিসিআই মহিলাদের আইপিএল চালু করার জন্য সম্মতি দেয়। যদিও কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। তবে প্রথম মরসুম মার্চে খেলার সম্ভাবনা রয়েছে।

Exit mobile version