Bhediya: কলকাতায় ‘ভেড়িয়া’র প্রচারে বরুণ-কৃতি, সঙ্গী প্রসেনজিৎ

।। প্রথম কলকাতা ।।

Bhediya: আর বেশি দিনও বাকি নেই ছবি মুক্তির। তার আগে কলকাতার ট্রামে ‘ভেড়িয়া’র প্রচারে দেখা গেল বরুণ ধাওয়ান ও কৃতি শ্যাননকে। মাসখানেকের মধ্যে তিলোত্তমায় দ্বিতীয়বার বরুণ। এবারে অতিরিক্ত পাওনা হিসেবে প্রসেনজিতের সঙ্গে লাভ হল মিষ্টি দই। ‘যুগ যুগ জিও’র প্রচারে কলকাতা ঘুরে গিয়েছেন অভিনেতা। এরপর মঙ্গলবার ‘ভেড়িয়া’র প্রচারে এসে বাঙালির মিষ্টি দই থেকে শুরু করে ফিফা বিশ্বকাপ সব নিয়ে কথা বলেছেন তিনি। আর তাঁর জন্য প্রচারে যোগ দিয়ে কথা বলতে দেখা গিয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেতা বুম্বাদাকে।

এদিন বরুণ জানিয়েছেন, তিনি এই ছবির জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। ছবিতে তাঁর চরিত্রটি ভীষণই চ্যালেঞ্জিং। যে দৃশ্যতে তাঁকে মানুষ থেকে নেকড়ে হয়ে উঠতে দেখা যাচ্ছে, সে দৃশ্যটি করতে প্রায় নিয়েছেন ৩২টা টেক। এটি করা তাঁর কাছে মোটেও সহজ ছিল না। পাশাপাশি কিছু মজার অভিজ্ঞতাও শেয়ার করেছেন তিনি। তাঁর কথায়, ‘শ্যুটিংয়ে গিয়ে তাঁকে সকলেই বলেছেন, তিনি নাকি ডায়েট করতে গিয়ে অরুণাচলের সমস্ত চিকেন খেয়ে ফেলেছেন’।

অন্যদিকে এদিন তাঁদের ছবির প্রচারে হাজির হয়ে প্রসেনজিৎ বলেছেন, ‘ট্রেলার দেখেছি। অসাধারণ একটি ছবি রিলিজ করতে চলেছে। গোটা টিমকে অসংখ্য শুভেচ্ছা। ছবিতে বরুণ-কৃতিদের মতো দক্ষ অভিনেতারা রয়েছেন’। একইসঙ্গে বলি তারকার হাত ধরে বুম্বাদা বলেন, ‘এর আগেও বরুণকে বলেছি যখনই কলকাতায় আসবে, আমাকে ফোন করবে। আর হ্যাঁ, এবার তোমার বাবার জন্য মিষ্টি দই পাঠাতে চাই তোমার হাত দিয়ে’। কিন্তু তাতে একদমই রাজি হননি অভিনেতা। তাঁর কথায়, ‘বাবার মিষ্টি খাওয়ার অনুমতি নেই’। কিন্তু বুম্বাদা চেয়েছিলেন তাও যেন বরুণ তা নিয়ে যান। মঙ্গলবার কলকাতায় পা রাখে ‘ভেড়িয়া’র টিম।

পরিচালক অমর কৌশিক সহ অন্যান্যদের সঙ্গে প্রথমে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি কলেজে প্রচারের জন্য যান বরুণ। এদিন কালো রঙের ড্রেসে ক্যামেরাবন্দী হয়েছেন কৃতি। অন্যদিকে ঢোলাঢিলা টি-শার্ট আর প্যান্টে দেখা গিয়েছে বরুণকে। ‘যুগ যুগ জিও’র প্রচারে হলুদ ট্যাক্সি চড়েছিলেন বলি এই সুপারস্টার। এবারে কৃতিকে নিয়ে ট্রামে কলকাতা ঘুরলেন বরুণ। তারপর সোজা হাজির হন পাঁচতারা হোটেলে। যেখানে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল’ দেখতে যাওয়ার ইচ্ছে জাহির করেছেন দুই তারকা। একদিকে শ্যুটিংয়ের জন্য কলকাতায় রয়েছেন ভিকি। অন্যদিকে এদিন শহরতলীকে মাততে দেখা গেল বরুণে। ‘ভেড়িয়া’র জন্য নানা জায়গায় প্রচারে যাচ্ছেন কৃতি-বরুণ।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version