Uorfi Javed: খোলামেলা পোশাকের জন্য ক্ষমা প্রার্থনা, উরফির ট্যুইট ঘিরে তুঙ্গে চর্চা

।। প্রথম কলকাতা ।।

Uorfi Javed: ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ট্যুইটার থেকে স্ন্যাপচ্যাট সবেতেই বেশ জনপ্রিয় তিনি। কারণ, সবকটি সোশ্যাল মিডিয়াতেই ভীষণ সক্রিয় তিনি। তবে নিজের উদ্ভট ফ্যাশন চয়েসের জন্য মাঝেমধ্যেই বিতর্কে জড়ান তিনি। হ্যাঁ একদমই আপনার আন্দাজটাই ঠিক। নিজের ভিন্ন ভিন্ন সাজপোশাকের জন্য প্রায় সর্বদায় নেটিজেনদের কাছে কটাক্ষের শিকার হন উরফি

জাভেদ সর্বদাই সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো কারণে বেশ চর্চায় থাকেন। অদ্ভুত সাজ-পোশাকের জন্যই জনপ্রিয় তিনি। সম্প্রতি বেশ কিছু অদ্ভুত সাজপোশাকের জন্য ট্রোল্ডও হয়েছেন। এককথায় বলা যায়, নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চায় উরফি। এই সব কিছুর মাঝে হটাৎই ৩১ মার্চ নিজের খোলামেলা পোশাকের জন্য সবার কাছে ক্ষমা চাইলেন তিনি। বললেন তাঁর পোশাকের কারণে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

ট্যুইটারে ঠিক কী লিখেছিলেন উরফি ?

এদিন ট্যুইটারে তিনি লেখেন, ‘আমি যা পরি সেটার কারণে কেউ আঘাত পেয়ে থাকলে বা কারও কোনোরকম খারাপ লেগে থাকলে আমি ক্ষমা চাইছি। এবার থেকে বদলে যাওয়া উরফিকে দেখতে পারবেন আপনারা। পোশাক বদলে যাবে। মাফি (ক্ষমা)।’

প্রসঙ্গত, পোশাকের জন্য উরফিকে হুমকি পর্যন্ত পেতে হয়েছে। তা হলে কি এ বারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ? নাকি এর না কি নেপথ্যে রয়েছে অন্য কারণ ? তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না নেটিজেনরা। ‘এপ্রিল ফুল বানাতে চলে এসেছেন?’ অনেকের মনে অবশ্য এই প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে। তবে কারণ কী ? হঠাৎ কেন এইরকম ট্যুইট? চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা উরফির তা অবশ্য খোলসা করে জানা যায়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version