Tomar Khola Hawa: মন খারাপ দর্শকদের! ৭ মাসেই বন্ধ হচ্ছে ‘তোমার খোলা হাওয়া’ জনপ্রিয় সিরিয়াল’,কী বলছেন স্বস্তিকা

।। প্রথম কলকাতা ।।

Tomar Khola Hawa: এ মাসেই শেষ হচ্ছে জনপ্রিয় সিরিয়াল তোমার খোলা হাওয়া’। অন্য ধরণের গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। অনেকের কাছেই বিশেষ আকর্ষণীয় হয়ে উঠেছিল এই সিরিয়াল। তবুও সাত মাসের মধ্যেই কেন বিদায় ঘন্টা বেজে গেল এই সিরিয়ালের? টেলি দুনিয়ায় এখন ধুন্ধুমার লড়াই। স্টার জলসা হোক কী জি বাংলা, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। সেই কারণেই একটার পর একটা নতুন সিরিয়াল লঞ্চ করে চলেছে চ্যানেলগুলি। প্রতিটি সিরিয়ালই এখন স্লট দখলের লড়াইয়ে ব্যস্ত। তার মাঝে টিআরপিতে পিছিয়েও পড়ছে কেউ কেউ। যে কারণে বন্ধও হয়ে যাচ্ছে সেইসব সিরিয়াল। এই মাসেই শেষ সম্প্রচার হবে জি বাংলার শুভঙ্কর সাহা ও স্বস্তিকা দত্ত অভিনীত ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’র।

এক সংবাদ মাধ্যমকে স্বস্তিকা জানিয়েছেন, আগামী ২৫-২৬ তারিখেই শেষ হবে শুটিং। সম্প্রচারের শেষ তারিখ আগামী ২৯ জুলাই। কেন মাত্র সাত মাসেই বাজল বিদায় ঘণ্টা? বিগত বেশ কিছু মাসের হিসেব বলছে প্রথম থেকেই বেশ তলার দিকেই এই ধারবাহিকের টিআরপি। সিরিয়ালটি শুরু হয় স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র বিপরীতে। তবে মনমতো টিআরপি দিতে না পারায় প্রাইম টাইম থেকে সরিয়ে দুপুরের স্লটে নামিয়ে দেওয়া হয় সিরিয়ালটিকে। কিন্তু তা সত্ত্বেও টিআরপির হেরফের হয়নি। প্রতিযোগিতার যুগে তাই খানিক বাধ্য হয়েই শেষ হচ্ছে ধারাবাহিকটি।

এক অন্য ধরনের স্টোরি লাইন নিয়ে আগমন হয়েছিল এই ধারাবাহিকের। একজন ভেন্ট্রিলোকুইস্টের ভূমিকায় দেখা গিয়েছিল স্বস্তিকাকে। একই সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল সবচেয়ে কনিষ্ঠ শাশুড়ির ভূমিকায় অভিনয় করতেও। শুরুর দিকে নতুনত্বের ছোঁয়া থাকলেও সময়ের সাথে সাথে গতানুগতিক ট্র্যাকে ঢুকে যায় সিরিয়ালের গল্প। ফলে স্বস্তিকার আগের ধারাবাহিকগুলি হিট তকমা পেলেও এ ক্ষেত্রে তা ঘটেনি। সে যাই হোক, শুধুমাত্র টেলিভিশনেই আর আটকে নেই স্বস্তিকা।

তাঁকে দেখা গিয়েছে সিনেমা ও সিরিজেও। ‘গভীর জলের মাছ’-এ তাঁর কাজ বেশ প্রশংসিত হয়েছিল। অন্যদিকে সম্প্রতি তাঁর ছবি ‘ফাটাফাটি’ মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রযোজনা সংস্থায়। ছবিতে তাঁর চরিত্রটি ছিল খানিক নেতিবাচক। এই মুহূর্তে হাতে বেশ কিছু সিরিজের কাজও রয়েছে তাঁর। ছবি-টিআরপি-র লড়াইতে টিকে থাকতে বেশ কড়া হয়েছে স্টার জলসা আর জি বাংলা। ধারাবাহিকের ওপর দর্শকরা উৎসাহ হারাচ্ছে। বুঝতে পারলেই সেই মেগা বন্ধ করে দেওয়া হচ্ছে। তোমার খোলা হাওয়া’র ক্ষেত্রেও ঘটছে তেমনটাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version