Cristiano Ronaldo: ৩৫ বছরেও অপ্রতিরোধ্য রোনাল্ডো! ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য গোল করে নজর কাড়লেন নেটিজেনদের

।। প্রথম কলকাতা ।।

 

Cristiano Ronaldo: শনিবার সৌদি প্রো লিগের (Saudi Pro League) ম্যাচে আভা ক্লাবের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেল আল-নাসর (Al-Nassr FC)। সরাসরি ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ম্যাচের প্রথমার্ধে মাঝপথে আভাকে এগিয়ে দেন আব্দুলফাত্তাহ অ্যাডাম আহমেদ। এরপর দ্বিতীয়ার্ধে রোনাল্ডো দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান। এটি তার প্রথম হোম গোল এবং আল-নাসরের হয়ে লীগে নবম গোল। খেলার শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন তালিস্কা।

 

টানা তিন ম্যাচে গোলশূন্য থাকার পর একক দক্ষতায় গোলের দেখা পেলেন পর্তুগিজ সুপারস্টার। সেই সঙ্গে সৌদি প্রো লিগে জয়ে ফিরল আল-নাসর। গত মঙ্গলবার কিংস কাপের কোয়ার্টার-ফাইনালে আভার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আল-নাসর। দল জয় পেলেও মাঠে তেমন কিছু করতেন পারেননি রোনাল্ডো। উল্টে মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখে বসেন পর্তুগিজ তারকা। তবে এদিন একই প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করলেন রোনাল্ডো। ফ্রি-কিক থেকে একক দক্ষতায় প্রতিপক্ষের দেওয়াল চূর্ণ করে গোল করেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

 

৩৫ বছর বয়সে তার এই অসামান্য গোল এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত সপ্তাহে, লিচেনস্টাইন এবং লুক্সেমবার্গের বিপক্ষে ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচের জন্য নতুন কোচ রবার্তো মার্টিনেজ ঘোষিত প্রথম পর্তুগাল দলে রোনাল্ডোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্তুগাল ২৩ মার্চ লিসবনে লিচেনস্টাইনের মুখোমুখি হবে। এবং ২৬ মার্চ লুক্সেমবার্গ সফর করবে রোনাল্ডোর দল। মার্টিনেজ বলেন যে তার প্রথম স্কোয়াডটি “গুরুত্বপূর্ণ কারণ এটি ইউরো ২০২৪-এর শুরুর পয়েন্ট।” রোনাল্ডোর আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিল ২০০৩ সালের আগস্টে কাজাখস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। বর্তমানে ১১৮টি গোল করে পুরুষদের আন্তর্জাতিক গোলের তালিকায় বিশ্ব রেকর্ড গড়েছেন পর্তুগিজ সুপারস্টার।

Exit mobile version