FIFA World Cup 2022: ইরানকে হারিয়ে নক আউটে যুক্তরাষ্ট্র, গ্রপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

।। প্রথম কলকাতা ।।

ওয়েলসেকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল ইংল্যান্ড। ফিল ফোডেন ও মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া গোলে ৩-০ গোলে জয় পায় গ্যারেথ সাউথগেটের দল। জাতীয় দলের জার্সিতে প্রথমবার এক ম্যাচে জোড়া গোল করলেন মার্কাস র‌্যাশফোর্ড। এদিন ড্র করলেই নক আউটের টিকিট আদায় করে নিত ইংল্যান্ড। কিন্তু হ্যারি কেইন-র‌্যাশফোর্ডদের নিয়ে গড়া দলটি তা চায়নি। ছন্নছাড়া ওয়েলসের উপর শুরু থেকেই চাপ বাড়িয়ে আক্রমণ গড়তে থাকে সাউথগেটের দল। কিন্তু গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের তোলা আক্রমণের ঢেউ আছড়ে পড়ে ওয়েলস রক্ষণে। ৫০ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে দেন র‌্যাশফোর্ড। গোল খাওয়ার পর যেন আরও খেলা থেকে হারিয়ে যায় ওয়েলস। পরের মিনিটেই গোল খেয়ে বসে তাঁরা। হ্যারি কেইনের পাশ থেকে জোরালো শটে ব্যবধান বাড়ান ফিল ফোডেন। ৬৮ মিনিটে স্কোলাইন ৩-০ করেন মার্কাস র‌্যাশফোর্ড। এই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়েন গ্যারেথ সাউথগেটের দল। শেষ ষোলোয় আগামী রোববার ‘এ’ গ্রুপের রানার্স সেনেগালের মুখোমুখি হবে ইংল্যান্ড।

একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে যুক্তরাষ্ট্র। শেষ ষোলোয় পৌঁছাতে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোন উপায় ছিল না মার্কিন যুক্তরাষ্ট্রের। অন্য দিকে ইংল্যান্ড জিতলে ইরান ড্র করলেই শেষ ষোলোয় পৌঁছে যেত। কিন্তু কাজের কাজ করতে পারল না তাঁরা। কাতারের আল থুমামা স্টেডিয়ামে ১-০ গোলে জিতে নক আউটে পৌঁছে গেল যুক্তরাষ্ট্র। ম্যাচের একমাত্র গোলটি করেন ক্রিশ্চিয়ান পুলিসিক। শেষ ষোলোয় ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version