BGT: অনন্য নজির! সপ্তম ভারতীয় ব্যাটার হিসেবে ১৭,০০০ রানের মাইলফলক অর্জন করলেন রোহিত শর্মা

।। প্রথম কলকাতা ।।

 

BGT: ১১ মার্চ, শনিবার আন্তর্জাতিক ক্রিকেটে ১৭,০০০ রান পূর্ণ করে একটি নতুন মাইলফলক অর্জন করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে সপ্তম ভারতীয় ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন ‘হিটম্যান’।

 

রোহিত শর্মা শচীন টেন্ডুলকার এবং বিরাট কোহলি সহ ভারতীয় ব্যাটারদের একটি অভিজাত তালিকায় যোগ দিয়েছেন যারা ১৭,০০০-এর বেশি আন্তর্জাতিক রান করেছেন। রোহিত শর্মার রানের সিংহভাগই এসেছে ওয়ানডে ফরম্যাটে। ডানহাতি ওপেনার ২৪১ ম্যাচে ৯,৭৮২ রান করেছেন। রোহিত ১৪৮ টি-টোয়েন্টিতে ৩৮৫৩ রান করেছেন এবং তিনি ৪৮ টেস্টে (আহমদাবাদ টেস্টের আগে) ৩,৩৪৪ রান করেছেন। ওয়ানডেতে তার ৩০টি, টেস্টে ৯টি এবং টি-টোয়েন্টিতে ৪টি সেঞ্চুরি রয়েছে।

 

রোহিত শর্মা ২০১৯ সালের পর থেকে টেস্টে ভারতের শীর্ষস্থানীয় রান সংগ্রহকারীদের একজন। ২২ টেস্টে ১৭০০ রান করেছেন। মুম্বাই ব্যাটার চলতি অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে ২০০ রান করে ব্যাটিং তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন। বর্ডার-গাভাস্কার ট্রফিতে উভয় পক্ষ থেকে প্রথম ৩ টেস্টে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার ছিলেন রোহিত।

 

একনজরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের পক্ষে সবচেয়ে বেশি রান করা ব্যাটার:

১) শচীন টেন্ডুলকার- ৬৬৪ ম্যাচে ৩৪,৩৫৭ রান
২) বিরাট কোহলি- ৪৯৪ ম্যাচে ২৫,০৪৭* রান
৩) রাহুল দ্রাবিড়- ৫০৪ ম্যাচে ২৪,০৬৪ রান
৪) সৌরভ গাঙ্গুলি- ৪২১ ম্যাচে ১৮,৪৩৩ রান
৫) মহেন্দ্র সিং ধোনি- ৫৩৫ ম্যাচে ১৭,০৯২ রান
৬) রোহিত শর্মা – ৪৩৮ ম্যাচে ১৭,০০০* রান

Exit mobile version