IPL 2023: অনন্য নজির! চতুর্থ ব্যাটার হিসেবে আইপিএলে ৬,০০০ রান পূর্ণ করলেন রোহিত শর্মা

।। প্রথম কলকাতা ।।

IPL 2023: মঙ্গলবার, ১৮ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে ৬,০০০ রান করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। ৬,০০০ রান পূর্ণ করার পর ব্যাটারদের অভিজাত তালিকায় যোগ দিলেন রোহিত শর্মা।

ব্যাটারদের অভিজাত তালিকায় অন্য ব্যাটাররা হলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরাট কোহলি, দিল্লি ক্যাপিটালসের (DC) ডেভিড ওয়ার্নার এবং পাঞ্জাব কিংসের (PBKS) শিখর ধাওয়ান। মাইলফলক পৌঁছানোর জন্য রোহিতের প্রয়োজন ১৪ রান। তিনি ধীরতম ব্যাটার হিসেবে ২২৭তম আইপিএল ইনিংসে কীর্তি অর্জন করেন।

এদিন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক একটি সিঙ্গেল দিয়ে তার ইনিংস শুরু করেন, তারপরে তিনি কভারের মাধ্যমে ভুবনেশ্বর কুমারকে চার মারেন। তারপরে, রোহিত ওয়াশিংটন সুন্দরকে ফাইন লেগ এবং স্কয়ার লেগের মধ্যবর্তী অঞ্চলে সুইপ করে চার মারেন। এরপর সুন্দরের বলেই ৬,০০০ রান স্পর্শ করেন অভিজ্ঞ এই ব্যাটার। পঞ্চম ওভারে টি নটরাজনের বলে ১৮ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

গত তিন মরসুমে আইপিএলে রানের জন্য লড়াই করে চলেছেন রোহিত শর্মা। সম্প্রতি, তিনি প্রায় দুই বছরের মধ্যে প্রথম আইপিএল হাফ সেঞ্চুরি করেন। ক্যাপিটালসের বিরুদ্ধে অর্ধশতক করেছেন রোহিত এবং ২৪ ম্যাচের পর এটি তার প্রথম আইপিএল ফিফটি ছিল। মুম্বাই-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটির একজন আইকনিক খেলোয়াড় রোহিত শর্মা। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত রোহিতের নেতৃত্বে এমআই পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে এবং টি-টোয়েন্টি লিগের ইতিহাসে সবচেয়ে সফল দলে পরিণত করেছে তাদের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version