BGT: অনন্য নজির! ঘরের মাঠে সবচেয়ে বেশি ৫ উইকেট নিয়ে অনিল কুম্বলের রেকর্ড ভাঙলেন অশ্বিন

।। প্রথম কলকাতা ।।

BGT: আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে দিনে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট ক্রিকেটে তার ৩২তম ৫ উইকেট শিকার করেন। অশ্বিন ৪৭ ওভার বল করে চলতি সিরিজে তার দ্বিতীয় ৫ উইকেট লাভ করেন। অশ্বিনকে উইকেটের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছিল কারণ অস্ট্রেলিয়ান ব্যাটাররা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম দুই দিনে নিজেদের আধিপত্য বিস্তার করে। নাগপুর, দিল্লি এবং ইন্দোরে প্রথম তিন টেস্টে অশ্বিন ১৮ উইকেট দখল করেন।

ঘরের মাঠে টেস্ট ম্যাচে এটি অশ্বিনের ২৬ তম ৫ উইকেট শিকার। তিনি ঘরের মাঠে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে অনিল কুম্বলের ২৫তম ৫ উইকেট শিকারের রেকর্ড ভেঙে দেন। দ্বিতীয় দিনে চূড়ান্ত সেশনে বাঁ-হাতি টড মারফিকে ৪১ রানে আউট করে অশ্বিন তার ৫ উইকেট পূর্ণ করেন।

বৃহস্পতিবার স্টিভ স্মিথ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর টেস্টের প্রথম সেশনে ওপেনার ট্র্যাভিস হেডকে ৩২ রানে আউট করে অশ্বিন তার প্রথম উইকেট পান, যা ভারতের প্রথম উইকেটও ছিল। তবে অশ্বিনকে তার দ্বিতীয় উইকেট নিতে ৩ সেশনের বেশি অপেক্ষা করতে হয়েছে। দ্বিতীয় দিনে ১১৪ রানে ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট দখল করেন। যা গ্রিন এবং উসমান খাওয়াজার মধ্যে ২০৮ রানের জুটির সমাপ্তি ঘটায়। এরপরই অশ্বিন ভারতকে খেলায় ফিরিয়ে আনেন। এবং তিনি দ্রুত পর পর অ্যালেক্স ক্যারি (০) এবং মিচেল স্টার্কের (৬) উইকেট তুলে নেন। এরপর টড মারফি এবং নাথান লিয়নের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন। ৯১ রান দিয়ে ৬ উইকেট দখল করেন তিনি।

একনজরে ঘরের মাঠে সর্বোচ্চ ৫ উইকেট দখলকারী বোলারের তালিকা:
১) মুত্তিয়া মুরালিধরন- ৭৩ ম্যাচে ৪৫তম
২) রঙ্গনা হেরাথ- ৪৯ ম্যাচে ২৬তম
৩) রবিচন্দ্রন অশ্বিন – ৫৬* ম্যাচে ২৬তম
৪) অনিল কুম্বলে- ৫৩ ম্যাচে ২৫তম

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version