।। প্রথম কলকাতা ।।
Paragliding: বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ‘কে টু’ তে পৌঁছে বিস্ময় সৃষ্টি করলেন দুই প্যারাগ্লাইডার হোরাসিও লরেন্স ও টম ডি ডোরলোডট। গত বছর জুলাই মাসে প্যারাগ্লাইডিং করে ২৪ হাজার ৮০০ ফুট উচ্চতায় উঠে প্রথমবারের মতো এই রেকর্ড গড়েছেন দুই প্যারাগ্লাইডার। সম্প্রতি ‘ফ্লাইং বিটুইন জায়ান্টস’ নামের এক প্রমাণ চিত্রে সেই অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন হোরাসিও লরেন্স ও টম ডি ডোরলোডট। এমনটাই খবর ইয়াহু সূত্রে।
প্যারাগ্লাইডিংয়ে তাদের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ। তবে তাদের এই যাত্রা মোটেও সহজ ছিল না। চার সপ্তাহ ধরে হিমবাহের উপর দিয়ে প্রায় ১০০ কিলোমিটার পথ অতিক্রম করেন। হিমাঙ্কের নীচে ঠান্ডা আবহাওয়া, বারবার আবহাওয়ার পরিবর্তন, পর্বতমালার ঝুঁকিপূর্ণ অবস্থান তাদের যাত্রায় বাধার সৃষ্টি করে। এছাড়াও নানাম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে হোরাসিও ও টমকে। তবে তাদের অদম্য জেদ আর ইচ্ছেশক্তির জোরে ‘কে টু’ পর্বত জয় করেন।
হোরাসিও লরেন্স বলেন, “যাত্রায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অতিরিক্ত ঠান্ডার সঙ্গে লড়াই করা। এমন পরিস্থিতিতে প্যারাগ্লাইডিং করা আসলেই কষ্টসাধ্য ছিল। এছাড়া পর্বতের চূড়ার হিমবাহের কারণে ল্যান্ডিং করাও সম্ভব ছিল না। উড়ে বেড়ানোটাই ছিল সবচেয়ে নিরাপদ। যেকারণে আমদের অনেক পথ একবারে পাড়ি দিতে হয়েছে।” অন্যদিকে টম ডি ডোরলোডট বলেন, “এই অভিযান আমার কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। অভাবনীয় এক অভিজ্ঞতা।”
এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ‘কে টু’। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৬১১ মিটার (২৮,২৫১ ফুট)। হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত ‘কে টু’ পর্বতশৃঙ্গটি আজাদ কাশ্মিরের গিলগিট-বালতিস্তান ও চীনের জিংজিয়ানের তাক্সকোরগান সীমান্তে অবস্থিত।
হোরাসিও লরেন্স ও টম ডি ডোরলোডট প্রথমবারের মতো ‘কে-টু’ জয়ের রেকর্ড গড়লেও, সর্বোচ্চ উচ্চতায় প্যারাগ্লাইডিংয়ের রেকর্ড তাদের দখলে নেই। সর্বোচ্চ উচ্চতায় প্যারাগ্লাইডিং করার রেকর্ডটি রয়েছে ফরাসি নাগরিক অ্যান্তোনিও জিরার্ডের। সাড়ে সাতাশ হাজার ফুট উচ্চতায় প্যারাগ্লাইডিংয়ের রেকর্ড গড়েছেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম