Bangabandhu Biopic: বড়পর্দায় বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখল দুই বাংলা, মুজিবে গান গাইল কলকাতার মেয়ে

।। প্রথম কলকাতা ।।

Bangabandhu Biopic: বড়পর্দায় উঠে এলেন জীবন্ত বঙ্গবন্ধু। দেশভাগের যন্ত্রণা থেকে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলনের রক্তে ভেজা ইতিহাস বাংলাদেশের হিরো শুভ-র গায়ে কাঁটা দেওয়া অভিনয় কেমন হল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বায়োপিক? একদিকে বিপ্লবের জয়গান, অন্যদিকে পরিবার এই ছবিতেই গান গেয়েছেন কলকাতার মেয়ে। গান জীবনের সাথে জড়িয়ে গেল! কেন বললেন উর্মি? ছবির শুরুতেই বঙ্গবন্ধু প্লেনের জানলা থেকে দেখছেন তাঁর সোনার বাংলাকে। আর গেয়ে উঠছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

চলতি মাসেই বাংলাদেশে মুক্তি পেয়েছে শ্যাম বেনেগাল পরিচালিত ছবি মুজিব: একটি জাতির রূপকার শুক্রবার বঙ্গবন্ধু মুজিবুর রহমানের এই বায়োপিক ভারতে মুক্তি পেল। ছবির শুরু থেকে শেষ, পর্দা থেকে চোখ ফেরানো যায় না বলছেন দর্শকের একাংশ। সংগীত পরিচালনা করেছেন শান্তনু মৈত্র। বঙ্গবন্ধু আর স্ত্রী রেণুর বিয়ের অনুষ্ঠানে পুরনো আচার অনুষ্ঠানের রীতি দেখিয়ে গানের দৃশ্য মনে রাখার মতো। শান্তনু মৈত্রর সুরে গান গেয়েছেন কলকাতারই গায়িকা উর্মি চৌধুরী। এই গান আমার জীবনের সাথে জড়িয়ে গেল! বললেন উর্মি। শুধু ঢালিউড নয়। টলিউডে এর আগে আহা রে ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি বেঁধেছিলেন শুভ।

প্রায় পাঁচ দফার অডিশনের পর এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন শুভ। কলকাতায় বাংলা সিনেমার ইতিহাসে মুজিব নজির গড়েছে। ২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়েছিল। ভারতের ৫০৩ টি সিনেমাহলে ছবিটি দেখানো হবে। এই ছবি নিয়ে প্রথম কলকাতাকে কী জানালেন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব রিয়াজ আহমেদ?

বাংলাদেশের স্বাধীনতার রক্তিম সূর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ ছিল ২০২০ সালে। আর সেই সময়ের কিছু আগে থেকেই শুরু হয় ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে মুজিব,এক জাতির রূপকার, ছবির শ্যুটিং পর্ব। দীর্ঘ সময়ের পর বাংলাদেশ ও ভারতে এই পুজোর মরশুমে মুক্তি পেল শ্যাম বেনেগল পরিচালিত মুজিব। বঙ্গবন্ধুর জীবনেন চড়াই উতরাই কাছ থেকে দেখার সুযোগ পেলেন দর্শকরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version