FIFA World Cup 2022 : ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারাল তিউনিশিয়া, ১৬ বছর পর শেষ ষোলোয় অস্ট্রেলিয়া

।। প্রথম কলকাতা ।।

 

অঘটনের বিশ্বকাপে আরও একটি অঘটনের সাক্ষী থাকল বিশ্ব ফুটবল। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে চমক দিল তিউনিশিয়া। পরপর দুই ম্যাচে জিতে ইতিমধ্যেই শেষ ষোলোর টিকিট আদায় করে নিয়েছিল ফ্রান্স। এদিন জিতেও নক আউটে যেতে পারল না তিউনিশিয়া। শেষ মুহূর্তে গ্রিজমান গোল পেলেও তা অফসাইডের জন্য বাতিল হয়। এদিন কাতারের আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে তিউনিশিয়া।

এদিন জিতলেও শেষ ষোলোয় ওঠা নিশ্চিত ছিল না আফ্রিকার দেশটির। ফ্রান্সকে পরাজিত করলেও অন্যদিকে ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। তাই আক্ষেপ থাকলেও, বড় মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর তৃপ্তি নিয়ে ঘরে ফিরেছে তিউনিশিয়া। শেষ ষোলোর টিকিট পাকা হয়ে যাওয়ায় এদিন দলে একাধিক পরিবর্তন করেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। আর তাতেই সমস্যায় পড়ে ফ্রান্স। শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই সুযোগে ফ্রান্স রক্ষণে আক্রমণের পসরা সাজায় তিউনিশিয়া। বেশ কয়েকটি আক্রমণ গড়ে তুললেও সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি আফ্রিকার দেশটি।

বিরতির পর একইভাবে আক্রমণের ধারা বজায় রাখে তিউনিশিয়া। ৫৮ মিনিটে ওয়াহবি খাজরি গোল করে এগিয়ে দেন দলকে। পিছিয়ে পড়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ফ্রান্স একাধিক করে। এমবাপে, গ্রিজমান ও উসমান দেম্বেলেদের মাঠে নামান ফ্রান্স কোচ। আক্রমণের ঝাঁঝ বাড়ায় ফরাসিরা। তবে তিউনিশিয়ার জমাট রক্ষণ ভেঙে সুযোগ গড়ে তুলতে পারেনি। ফ্রান্স। একের পর আক্রমণে শেষ মুহূর্তে গোল পায় গ্রিজম্যান। কিন্তু অফসাইডের তা বাতিল করেন রেফারি।

গ্রুপের অন্য ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া। এর আগে ২০০৬ সালে একবারই বিশ্ব মঞ্চে নকআউটে পৌঁছে ছিল অস্ট্রেলিয়া। সেইবার শেষ ষোলো থেকেই বিদায় নেয় তাঁরা। অন্যদিকে ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ডেনমার্ক। ৬০ মিনিটে ম্যাথু লেকির গোলে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বল দখলে নিজেদের একচ্ছত্র আধিপত্য দেখলেও গোলের দেখা পায়নি ড্যানিশরা।

Exit mobile version