Ustad Rashid Khan: সঙ্কটজনক উস্তাদ রশিদ খান, হাসপাতালে ভর্তি ‘সুরের জাদুকর’

।। প্রথম কলকাতা ।।

Ustad Rashid Khan: অসুস্থ উস্তাদ রশিদ খান। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শোনা গিয়েছিল বেশ সঙ্কটজনক অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। খবর মিলেছে, এরই মধ্যেই তাঁর শুক্রবার আবার সেরিব্রাল স্ট্রোক হয়। তাতেই অত্যন্ত সঙ্কটজনক হয়ে ওঠে পরিস্থিতি। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শিল্পীর চিকিৎসা চলছে বলেই খবর।সর্বশেষ খবর অনুযায়ী, ক্যানসার এবং ব্রেনস্ট্রোক জনিত সমস্যা পরস্পরের সঙ্গে সম্পর্কিত। আইটিইউতে ভর্তি রয়েছেন সঙ্গীত শিল্পী। তাঁকে দেখছেন স্নায়ুচিকিৎসকেরা। অন্যদিকে, তাঁকে পর্যবেক্ষণে রেখেছে মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের একটি দলও। রশিদ খানের অসুস্থতার খবর পাওয়ার পরই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এই সময় ডিজিটালের তরফে। তবে গোটা বিষয়টি অত্যন্ত ব্যক্তিগত এবং পরিবারের মধ্যেই রাখতে চাইছেন তারা, বলে সূত্রের খবর।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন ৫৫ বছরের শিল্পী। তার উপর, সম্প্রতি, স্ট্রোক হয় তাঁর । তারপর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করে রশিদ খানের । তবে ক্যানসারের থাবাও তাঁর সংগীত চর্চা বা শিল্পকে দমিয়ে রাখতে পারেনি। তিনি নিজের মতো করে একের পর সৃষ্টিতে মন মাতিয়ে তুলেছেন বরাবর শ্রোতাদের। সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন চিকিৎসকরাও৷ জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীর অসুস্থতার কথা জানতে পেরে উদ্বিগ্ন অনুরাগীরাও।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের বাদাউনে জন্ম উস্তাদের। তিনি উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহ ছিল তাঁর। উস্তাদ নিসার হুসেন খানের কাছে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি ৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version