Balijhor: নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরছেন তৃণা, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

।। প্রথম কলকাতা ।।

Balijhor: ফের টিভির পর্দায় একসঙ্গে সৌজন্য আর গুনগুন। তবে কি ‘খড়কুটো’র দ্বিতীয় অধ্যায় নিয়ে আসছেন কৌশিক (Koushik Roy) আর তৃণা (Trina Saha)? এমনই প্রশ্ন হয়তো ঘুরে বেড়াচ্ছে আপনাদের মাথায়। তবে আবার দুই তারকাকে একসঙ্গে দেখা গেলেও, ‘খড়কুটো’র দ্বিতীয় অধ্যায় আসছে না। ‘স্টার জলসা’র নতুন ধারাবাহিক ‘বালিঝড়’-এ দেখা যাবে কৌশিক আর তৃণাকে। সেইসঙ্গে এই ধারাবাহিকে রয়েছে ফুলঝুরির লালনও। প্রকাশ্যে এসেছে প্রোমো।

‘স্টার জলসা’র পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ‘বালিঝড়’-এর (Balijhor) প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে তৃণাকে রাজনীতিবিদের মেয়ের চরিত্রে দেখা গিয়েছে, যার নাম ঝোরা। অন্যদিকে রাজনীতিবিদের চরিত্রে দেখা গিয়েছে ভরত কলকে (Bharat Kaul)। তাঁরই বিশ্বস্ত মহার্ঘ্য ব্যানার্জি, যে চরিত্রে দেখা যাবে কৌশিককে। তবে প্রোমো দেখে মনে হচ্ছে, তৃণার বিপরীতে নয় বরং বিপক্ষে অর্থাৎ ভিলেনের চরিত্রে ধারাবাহিকে পরবর্তীতে দেখা যেতে পারে কৌশিককে। এই ধারাবাইকে তৃণার বিপরীতে দেখা যাবে ফুলঝুরির লালন অর্থাৎ ইন্দ্রাশিস রায়কে (Indrasish Roy)। তাঁর চরিত্রের নাম স্রোত।

প্রোমো ভিডিওতে দেখে গিয়েছে যে, স্রোতকে পছন্দ করে ঝোরা। কিন্তু তাঁর বাবা মহার্ঘ্যর সঙ্গে তাঁর বিয়ের কথা ভাবে। তাই স্রোত বলে, তাঁর আর ঝোরার রাস্তা এখন থেকে আলাদা। কিন্তু ঝোরা স্রোত ছাড়া কাউকে চায় না। এভাবেই এগোবে গল্পের কাহিনী। ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়, ময়না মুখোপাধ্যায়, দুলাল লাহিড়ী-সহ আরও অনেককে। এদিন ধারাবাহিকের প্রোমো সামনে আসতেই মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে।

কেউ লেখেন, ‘খড়কুটো’, ‘ধুলোকনা’, ‘বালিঝড়’-এর পর কি নাম রাখবে ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত, জলীয় বাষ্প, উল্কাপাত!’ কেউ আবার লিখেছেন, ‘তিনটে সিরিয়ালের মালমশলা একটায় ঢেলে সাজানো হয়েছে। স্টার জলসার সিরিয়ালের পরিচালকরা সবাই ভুগোল বই পড়তে ভালোবাসেন। তাই গল্প লিখতে গিয়ে ঝড়, ধুলো, বালি, স্টোনচিপস মাথায় আসে’। কাউকে আবার ধারাবাহিক নিয়ে খুব এক্সাইটেড দেখিয়েছে। তবে বেশিরভাগজনই ধারাবাহিকের নাম নিয়ে সমালোচনা করেছেন। এবার দেখার, ইন্দাশিসের সঙ্গে তৃণার জুটি কতখানি পছন্দ করেন দর্শকরা।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version