India Cricket: কোচের দায়িত্বে টলোমলো দ্রাবিড়, ভারতের পরবর্তী দায়িত্বে কে?

।। প্রথম কলকাতা ।।

India Cricket: বিশ্বকাপেও যদি ব্যর্থ হয় ভারতীয় দল, তা হলে সবার আগে কোপ পড়তে পারে কোচের উপর। এমনিতেই এখনো অনধি কোচের দায়িত্বে থেকে কোনো ট্রফি এনে দিতে পারেননি টিম ইন্ডিয়াকে। এককথায় বলা চলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হারের পর কোচ রাহুল দ্রাবিড়ের আসন এখন টলোমলো। অজিদের বিরুদ্ধে ভারতের পরাজয়ের পর এখন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ভারত চ্যাম্পিয়ন হতে না পারার পেছনে অনেক প্রশ্নই উঠে আসছে। সেই প্রশ্নগুলির মধ্যে একটি হল ভারতীয় দলের এখন আবার নতুন কোচ নিয়োগ করা উচিত কিনা? চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপও হবে ৫০ ওভারের। সেটাকে মাথায় রেখেই এবার রাহুল দ্রাবিড়কে বাইরের পথ দেখানো হবে বলে মনে করছে বিভিন্ন মহল। কে হতে পারেন ভারতের পরবর্তী কোচ ?

প্রথমে যে নামটি উঠে আসছে সেটি হল আশিস নেহরা। ড্রেসিংরুমে সবাইকে এক সূত্রে গেঁথে রাখে আশিস নেহরা। যার প্রমান আমরা পেয়েছি আইপিএলে। ড্রেসিংরুমের পরিবেশও দারুণ সহজ করে তুলতে পারেন তিনি। ক্রিকেট মস্তিষ্ক প্রসঙ্গে কথা বলতে গেলে এককথায় বলা চলে অসাধারণ। কারণ গুজরাট টাইটাইনসকে সেরা দলে পরিণত করার পেছনে আশিস নেহরারও দুর্দান্ত অবদান রয়েছে। আর সেটি যদি ভারতীয় দলের ক্ষেত্রে কাজে লাগানো যায় সে ক্ষেত্রে মন হবে না এককথা অস্বীকার করার কোনো জায়গা নেই।

গৌতম গম্ভীর: IPL-এর নতুন এই দলকে তৈরি করা থেকে শুরু করে মাঠের বাইরে থেকে নেতৃত্ব দেওয়া সবকিছুই হয়েছে গৌতম গম্ভীরের অঙ্গুলিহেলনে। যার ফল মিলছে হাতেনাতে, দুবারই প্লে অফে প্রবেশ করেছে লখনউ সুপার জায়ন্টস। তবে তাঁর মানসিকতা জন্য বিপক্ষে যেতে পারে। কোচ হিসাবে বিরাট অভিজ্ঞতা হয়তো তাঁর নেই। কিন্তু খেলার প্রতি জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি তাঁকে অনেকের থেকে এগিয়ে রাখবে বলে মনে করা হচ্ছে।

স্টিফেন ফ্লেমিং: নিউজিল্যান্ডের কিংবদন্তি স্টিফেন ফ্লেমিং। ফ্লেমিং হলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল কোচ। তারুণ্যকে প্রাধান্য এবং অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লেমিংয়ের কাছে। দলের ক্রিকেটারদের থেকে সেরাটা বার করে আনতে তাঁর জুড়ি নেই। এমএস ধোনিদের হেড স্যার দলের সঙ্গে রয়েছেন বিগত ১১ বছর। এই দীর্ঘ সময়ে তাঁর কোচিংয়ে চেন্নাই সুপার কিংস ১০ বার ফাইনালে উঠে ৫ বার আইপিএল এর শিরোপা অর্জন করেছে। আগ্রাসন এবং শান্ত, দলকে চালনা করতে দু’রকম মনোভাব নিয়েই পারেন তিনি।

রিকি পন্টিং: অস্টেলিয়ার অন্যতম প্রধান ব্যাটিং স্তম্ভ হিসাবে স্বীকৃত ছিলেন পন্টিং। ক্রিকেট থেকে অবসরের পর কোচ হিসাবে নাম লেখান প্রাক্তন এই অজি অধিনায়ক। ২০১৫ সালে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসাবে অভিষিক্ত হন পন্টিং। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলও জিতেছেন। দিল্লি ক্যাপিটালসকে ফাইনালে তুলেছেন। ক্রিকেট বোদ্বাদের মতে ভারতের শচীন টেন্ডুলকার এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারার সাথে তিনিও আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে পরিণত হয়েছেন। পন্টিং কে ভারতীয় দলের কোচ করলে দল হিসাবে ভালো পারফম্যান্স ভালো হবে বলে মনে করা হচ্ছে।

জাস্টিন ল্যাঙ্গার: ভারতীয় দলের কোচ হওয়ার যোগ্য দাবিদার জাস্টিন ল্যাঙ্গার। রাহুল দ্রাবিড়ের যোগ্য পরিবর্ত হতে পারেন তিনি। অস্ট্রেলিয়ার জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পরে ল্যাঙ্গার দীর্ঘমেয়াদি স্তরে কোচিংয়ের অপশন খুঁজছেন। ভারত তাঁর পরবর্তী পদক্ষেপ হতে পারে। টি২০-র কোচ হিসেবে ল্যাঙ্গারের প্রোফাইল বেশ রংচংয়ে। ৫১ বছরের এই অজি কোচ পার্থ স্করচার্সের হয়ে তিনবার বিগব্যাশ লিগের খেতাব জিতেছেন। তাঁর অধীনে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২১-২২ সালের অ্যাশেজ জিতেছে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের অন্যতম দাবিদার হতে পারেন জাস্টিন ল্যাঙ্গার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version