Ananya Chatterjee: অনন্যাকে ভুলে গেল টলিউড ? সুবর্ণলতা কোথায় হারিয়ে গেলেন ? কষ্টের কথা বললেন

।। প্রথম কলকাতা ।।

Ananya Chatterjee: জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অনন্যাকে যোগ্য সম্মান দিল না টলিউড? ঋতুপর্ণ-র বিনোদীনি তিনি সিনেমা-সিরিয়ালে তাঁকে আর দেখাই যায় না। কোথায় হারিয়ে গেলেন সুবর্ণলতা? ছোট পর্দা থেকে বড়পর্দায় চেনা মুখ রীতিমত উধাও আপনাদেরও মনে হবে অনন্যা এটা কী করল! কেন বললেন অভিনেত্রী? তবে কি ছেড়ে দিলেন অভিনয়? একদম সাধারণ সাজে কড়ক সিংয়ের প্রিমিয়ারে সেখানেই মনের কথা আমাদের কাছে খুলে বললেন অনন্যা চট্টোপাধ্যায়।

জি বাংলার এককালের জনপ্রিয় ধারাবাহিক সুবর্ণলতার কথা সকলের মনে আছে। ধারাবাহিকে সুবর্ণলতার চরিত্রে তাঁর অসাধারণ অভিনয় চিরকাল মনে রাখারই মতো। আবহমান ছবিতে অভিনয়ের জন্য পেয়েছেন জায়ীয় পুরস্কারও। এরপর কেয়কটা কাজ করলেও অনন্যা তেমন দর্শকদের মনে ছাপ ফেলতে পারেননি। কারণটান নিজেই জানালেন অভিনেত্রী।

২০০২ সালে প্রথমবার টক ঝাল মিষ্টি ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখা। এরপরের ছবি রাত বারোটা পাঁচ এ অভিনয় করেছেন। তারপর ২০০৯ সালে নিজের গন্ডী থেকে বেরিয়ে আদ্যপ্রান্ত বানিজ্যিক ছবি মামা ভাগ্নেতে অভিনয় করেন তিনি। এরপর আর কমার্সিয়াল ছবিতে দেখা যায়নি তাকে। এরপর ঋতুপর্ণ ঘোষের চোখে পড়েন। নিজের ছবি আবহমানে অনন্যা চট্টোপাধ্যায়কে অভিনয়ের সুযোগ দেন। এই ছবিতে অভিনয় করে চলে আসেন লাইমলাইটে। পান শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার। এরপর আর বিশেষ তাঁকে দেখা যায়নি। ফ্যানরা জিজ্ঞাসা করেন কবে ছবি করছেন? ঋতুপর্ণ ঘোষের ছবিতে জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী তা হলে এখন গেলেন কোথায়?

আবহমান ছবিতে গল্প অনুযায়ী তিনি মমতা শংকরের প্রতিদ্বন্দী। বাস্তবে মমতা শংকর নাচের জগতের গুরুমা অনন্যার। তাই স্ক্রিনে যেভাবে শিক্ষিকার সাথে জমিয়ে অভিনয় করেছেন।তা সত্যিই মনে রাখার মতো। তবে ওয়েব সিরিজও করেছেন। মোহমায়া থেকে কাঁটায় কাঁটায় – মতো সিরিজে দেখা গিয়েছে। আসলে মনের মতো কাজ ছাড়া তিনি অঙিনয় করতে রাজি নন একেবারেই। তার জন্য যতদিন ইচ্ছে অপেক্ষা করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version