Border-Gavaskar Trophy: দ্বিতীয় অস্ট্রেলিয়ান স্পিনার হিসেবে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে ৫ উইকেট নিলেন টড মারফি

।। প্রথম কলকাতা ।।

দ্বিতীয় অস্ট্রেলিয়ান স্পিনার হিসেবে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস রচনা করলেন টড মারফি। এদিন নাগপুরে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কেএস ভরতকে আউট করে নজির গড়েন অস্ট্রেলিয়ান অফ স্পিনার। সেই সঙ্গে চতুর্থ অস্ট্রেলিয়ান অফ-স্পিনার হিসেবে অভিষেকে টেস্টে পাঁচ উইকেট নিয়েছেন মারফি।

 

মারফির টেস্ট কেরিয়ার প্রথম উইকেট হলেন কেএল রাহুল। ২২ বছর বয়সী এই অফ স্পিনার দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলে দেন। দিনের শুরুতে নাইট ওয়াচম্যান রবিচন্দ্রন অশ্বিনকে এলবিডব্লিউ আউট করেন। এরপর অভিষেককারী স্পিনার চেতেশ্বর পূজারাকে ১৪ বলে মাত্র সাত রানে আউট করেন। এদিন তিনি তার সবচেয়ে বড় টেস্ট উইকেট পান প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে মাত্র ১২ রানে আউট করেন।

 

মারফির পঞ্চম শিকার ভারতীয় দলে অভিষেককারী উইকেট-রক্ষক ব্যাটার কেএস ভরত। মারফি জেসন ক্রেজার পর দ্বিতীয় স্পিন বোলার হিসেবে ভারতের মাটিতে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেন। ক্রেজা ভারতের বিপক্ষে একই ভেন্যুতে ২০০৮ সালের নভেম্বরে আট উইকেট নিয়েছিলেন। সেই সঙ্গে ৩৭তম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে অভিষেক টেস্টে পাঁচ উইকেট শিকার করেন। অস্ট্রেলিয়ান অফ স্পিনারের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেন প্রাক্তন ভারতীয় পেস বোলার ইরফান পাঠান।

Exit mobile version