Valentine’s Day: আজ ভ্যালেন্টাইনস ডে, মনের কথা জানান প্রিয় মানুষকে

।। প্রথম কলকাতা ।।

Valentine’s Day: অবশেষে হাজির সেই বহু প্রতীক্ষিত দিন। ভালোবাসার দু’জন মানুষের হৃদয়ের মাঝে সেতুবন্ধন করতে পারে এই বিশেষ দিন। একে অপরকে অঙ্গীকার করেন, সারা জীবন তার প্রিয় মানুষের ভ্যালেন্টাইন (Valentine) হয়ে থাকার। ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন কাছের মানুষটিকে। ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। সেই ৭ থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত পালন করা হয় ভ্যালেন্টাইন্স উইক। যার মধ্যে অত্যন্ত স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)। টেডি, চকলেট, গোলাপ, গিফট সবকিছুর মিলমিশে মানুষ প্রেমের জোয়ারে গা ভাসান। প্রিয় মানুষটির হাতে তুলে দেন তার পছন্দের সুন্দর গিফট। যদিও শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, ভালোবাসার মানুষের কাছে প্রত্যেকটি দিন স্পেশাল। সম্পর্ককে বিশ্বাসের আবরণে আরো মজবুত করতে গোটা বিশ্বে এই দিনটির জুড়ি মেলা ভার। ভ্যালেন্টাইন্স ডে মানে একে অপরের সাথে থাকার প্রতিশ্রুতি।

পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে হৃদয়ের দরজা খোলে শুধুমাত্র একজন প্রিয় মানুষের জন্য। অনেকদিন আগে বসন্ত প্রবেশ করলেও বসন্তের মাঝে ভ্যালেন্টাইনস ডে’র আলাদা তাৎপর্য। অফিসের শত ব্যস্ততা, চাপ এই দিন যেন তুচ্ছ মনে হয়। ট্রাম বাসের ভিড় ঠেলে সমস্ত কাজ সামলে প্রিয় মানুষটির কাজে ছুটে যান, একবার চোখের দেখা দেখবেন বলে। বর্তমানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সহজেই ভ্যালেন্টাইন্স ডে’র বার্তা পাঠানো যায়। পাশাপাশি রয়েছে নানা স্পেশাল ফিচার্স।

প্রিয় মানুষটিকে মনের কথা জানাতে দামি দামি গিফট কিংবা ঘন্টার পর ঘন্টা সময়ের প্রয়োজন নেই। হাতে একটি লাল গোলাপ থাকলেই যথেষ্ট। ইতিমধ্যেই কলকাতা এসেছে প্রায় ১০ কোটির ডাচ গোলাপ। কলকাতার ফুল বাজার এখন শুধু লালে লাল। যা তিলোত্তমার প্রেমিক-প্রেমিকাদের মনে ভালোবাসার জোয়ান আনবে।

এই দিন মনের মধ্যে একেবারেই অভিমান পুষে রাখবেন না। যদি কোন রাগ মনের মধ্যে জমে থেকে তা ঝেড়ে ফেলা উচিত। বিশ্বাস, দায়িত্ববোধ আর নির্ভরযোগ্যতা, যে কোনো সম্পর্কের চাবিকাঠি। ভ্যালেন্টাইন্স ডে’তে আপনার প্রিয়জনের হাত ধরে প্রমিস করুন, সারা জীবন একে অপরকে বিশ্বাস করবেন। কখনোই নির্ভরযোগ্য হাতটি ছেড়ে যাবেন না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version