Dhallywood Industry: ‘সত্যি বলতে দুর্দান্ত খেলা ছিল’, ওপার বাংলার তারকাদের অভিনন্দন আর্জেন্টিনাকে

।। প্রথম কলকাতা ।।

Dhallywood Industry: গতকাল রাতে অনেকেই হয়তো আনন্দের চোটে দু’চোখের পাতা এক করতে পারেননি। তবে সে আনন্দ-উচ্ছ্বাস কিসের কারণে, সেটা আলাদা করে বলতে লাগে না। ফুটবলপ্রেমীদের কাছে কালকের দিনটি ছিল স্মরণীয়। ৩৬ বছর পর মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখে, আনন্দে-উল্লাসে মাতোয়ারা ফুটবলপ্রেমীরা। এমনকি ঢাকাই ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যেও এর রেষ দেখা গিয়েছে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা (Argentina) জিততেই সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা বয়ে যায়। কেউ ভিডিও, কেউ ছবি পোস্ট করে নিজেদের মতন করে শুভেচ্ছা জানাতে থাকেন নীল-সাদা দলকে। তালিকায় নাম রয়েছে শাকিব খান থেকে শুরু করে চঞ্চল চৌধুরী সকলের।

মেসির হাতে ট্রফি যাওয়া মাত্র সোশ্যাল মিডিয়ায় চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) পরপর তাঁর (মেসি) ছবি দিয়ে নিজের উচ্ছ্বাস জাহির করেছেন। মেসির একটি ছবি ছেড়ে ক্যাপশনে চঞ্চল বাবু লেখেন, ‘বোঝো নাই ব্যাপারটা??? অভিনন্দন আর্জেন্টিনা’। সঙ্গে একটি রেড হার্টের ইমোজিও পোস্ট করেছেন তিনি। পরবর্তীতে মেসির আরেকটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘রাতে অনেকেরই ঘুম হবে না। কারো আনন্দে, কারো কষ্টে… ঘটনা সত্য!!’ অন্যদিকে আর্জেন্টিনার জামা গায়ে ছবি পোস্ট করেছেন মেহজাবীন চৌধুরী (Mehazabien Chowdhury)।

ঢালিউড ইন্ডাস্ট্রির (Dhallywood Industry) এই জনপ্রিয় অভিনেত্রী নীল-সাদা জামা গায়ে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘টেক দ্যাট হোম মেসি!’ অভিনেত্রী ক্যাপশনে মূলত ট্রফি নিয়ে যাওয়ার কথা বলেছেন। পাশাপাশি নিজের ফেসবুক হ্যান্ডেলে ট্রফি হাতে আর্জেন্টিনার গোটা টিমের ছবি শেয়ার করেছেন শাকিব খান (Shakib Khan)। লেখেন, ‘সত্যি বলতে একটা দুর্দান্ত খেলা ছিল। আর্জেন্টিনাকে অভিনন্দন’। শেষে হ্যাশট্যাগ চ্যাম্পিয়ন্স বলে লেখেন অভিনেতা। আবার নেটমাধ্যমে ছেলের ছবি পোস্ট করে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন অপু বিশ্বাস (Apu Biswas)। এদিন ফেসবুকে আর্জেন্টিনার জামা গায়ে ছেলের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সঙ্গে লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা। আমার বাবা খুশি’। এদিকে ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি (Pori Moni) যে আর্জেন্টিনার বড় ভক্ত, তা কারোর জানতে বাকি নেই। এদিন প্রিয় দল জিততে সারাক্ষণ কেঁদে গিয়েছেন অভিনেত্রী। ফেসবুকে লেখেন, ‘আমি কেমন বোকার মত এখনও কানতেছি। রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো’।

প্রায় প্রত্যেক তারকারই এই ধরনের পোস্টে নিজেদের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন নেটিজেনরাও। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা গেলে সকলের একটাই কামনা ছিল, যেন মেসির হাতেই এবারে ট্রফি ওঠে। এদিন ফ্রান্সের (France) সঙ্গে টানটান খেলা হয়েছে আর্জেন্টিনার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version