WPL 2023: সময় পরিবর্তন, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য পিছল মহিলাদের প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ

।। প্রথম কলকাতা ।।

 

শনিবার, ৪ মার্চ নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণের প্রথম ম্যাচটি উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময়ে শুরু হবে না। মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট জায়ান্টসের মধ্যে ম্যাচটি নির্ধারিত সময়ের চেয়ে ৩০ মিনিট পরে সন্ধে ৭:৩০ মিনিটের পরিবর্তে খেলা শুরু হবে রাত ৮:০০ থেকে।

 

টি-টোয়েন্টি টুর্নামেন্টের একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানটি ভারতীয় সময় সন্ধ্যা ৬:২৫ মিনিট থেকে শুরু হবে। দেরি শুরু হওয়ার কারণ অবশ্য এখনও জানা যায়নি। ঐতিহাসিক প্রথম মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচের টস হবে ৭:৩০ মিনিটে।

 

বিবৃতিতে জানানো হয়েছে, “স্টেডিয়ামের গেটগুলি ভক্তদের জন্য ভারতীয় সময় বিকাল ৪:০০ টায় খুলে দেওয়া হবে এবং তারা ৬:২৫ মিনিটে শুরু হওয়া জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে পারবে।”

 

উল্লেখযোগ্যভাবে, ডাব্লুপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউড তারকা কিয়ারা আদবানি এবং কৃতি স্যানন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গায়ক ও গীতিকার এপি ঢিলন।

 

হরমনপ্রীত কৌর ঐতিহাসিক মহিলা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব দেবেন এবং অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি গুজরাট জায়ান্টসের নেতৃত্ব দেবেন। কৌরের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা। দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন মেগ ল্যানিং। ইউপি ওয়ারিয়র্জকে নেতৃত্ব দেবেন অ্যালিসা হিলি।

 

মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে ৪ থেকে ২৮ মার্চ মুম্বাইয়ের ২টি ভেন্যুতে ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫টি দল শীর্ষ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

Exit mobile version