ISL: টাইব্রেকারে থ্রিলার! মুম্বাই সিটি এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে বেঙ্গালুরু এফসি

।। প্রথম কলকাতা ।।

 

ISL: রবিবার পেনাল্টি শুটআউটে মুম্বাই সিটি এফসিকে (Mumbai City FC) হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ফাইনালে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ম্যাচের নায়ক ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। খেলার শুরুতে এবং শুটআউটের শেষে সান্ধু পেনাল্টি বাঁচিয়ে দেন। তার এই অসাধারণ সেভে ফাইনালে পা দিয়েছে সুনীল ছেত্রীর দল। সেমিফাইনালটি মোট ২-২ গোলে টাই হয়। ৭ মার্চ মুম্বাইয়ে সেমিফাইনালের প্রথম লেগে লিগ শিল্ড বিজয়ী মুম্বাই সিটি এফসিকে ১-০ গোলে হারিয়েছিল বেঙ্গালুরু এফসি। দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় মুম্বাই সিটি এফসি।

 

ফাইলালে যেতে গেলে এদিন ২ গোলের ব্যবধানে জেতা ছাড়া কোন রাস্তা ছিল না মুম্বই সিটি এফসির সামনে। দুর্দান্ত ফুটবল উপহার দিয়েও শেষরক্ষা হল না। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-১। সান্ধু মেহতাব সিং-এর শট রক্ষা করে বেঙ্গালুরুকে ফাইনালে তোলেন। তারপরে সন্দেশ ঝিংগান বিজয়ী স্পট-কিকে গোল করে শুটআউটে ব্লুজকে ৯-৮ গোলে জয় এনে দেয়। শনিবার আইএসএল ফাইনালে বেঙ্গালুরু এফসি এটিকে মোহনবাগান বা হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে।

 

ম্যাচের শুরুতেই বড় সুযোগ পেয়েছিল মুম্বাই। ম্যাচের ৮ মিনিটের মাথায় গ্রেগ স্টুয়ার্টকে বক্সের মধ্যে ফাউল করে বসেন বেঙ্গালুরু গোলরক্ষক গুরপ্রীত সিং। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্টুয়ার্টের বাঁ পায়ের শট বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচান গুরপ্রীত সিং। প্রতি আক্রমণে ২২ মিনিটে এগিয়ে যায় বেঙ্গালুরু। দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে হেডে গোল করেন জাভি হার্নান্দেজ। সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মুম্বাই। একের পর আক্রমণে ৩০ মিনিটে সমতায় ফেরে মুম্বাই। রাওলিন বোর্জেসের শট গোললাইন থেকে ফেরান গুরপ্রীত। ফিরতি বলে ডানপায়ের ভলিতে গোল করেন বিপিন সিং।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় মুম্বাই সিটি এফসি। গোল তুলে নিতেও বেশি দেরি হয়নি। ৬৬ মিনিটে মেহতাব সিংয়ের দুর্দান্ত হেডে ব্যবধান বাড়ায় সিটি। দুই লেগ মিলিয়ে টাই থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে দুই দলই গোল করতে ব্যর্থ হয়। অবশেষে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।

Exit mobile version