আসছে ছোট পর্দায় ‘কড়ি দিয়ে কিনলাম’, লক্ষ্মী চরিত্রে অভিনয় করবেন এই জনপ্রিয় অভিনেত্রী

।। প্রথম কলকাতা ।।

ছোট পর্দার দর্শকদের জন্য আসছে আরও এক নতুন ধারাবাহিক। সাহিত্যের সেরা সময় ফিরে এসেছে নতুন করে নতুন রূপে। বেশ কিছু মাস আগেই এই ধারাবাহিকের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। ইতিমধ্যেই এখানে দুটো গল্প দেখানো হয়ে গিয়েছে। প্রথমে বাণী বসুর ‘শ্বেত পাথরের থালা’ এবং তারপর আশাপূর্ণা দেবীর ‘অগ্নিপরীক্ষা’ দেখানো হয়। এখনও ‘অগ্নিপরীক্ষা’ চলছে এই ধারাবাহিকে। এবার শুরু হবে বিমল মিত্রের উপন্যাস ‘কড়ি দিয়ে কিনলাম’। সেখানেই ‘লক্ষ্মী’র চরিত্রে দেখা যাবে অর্কজা আচার্যকে।

এই উপন্যাসের ভিত্তিতে এর আগেও একাধিকবার কাজ হয়েছে। ১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। বীরেশ চট্টোপাধ্যায়ের সেই ছবিতে কালি বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া চৌধুরী, উৎপল দত্ত, মাধবী মুখোপাধ্যায়, অপর্ণা সেন, হারাধন বন্দ্যোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায়ের মতো একাধিক তাবড় তাবড় অভিনেতাদের দেখা গিয়েছিল। সেখানে ‘লক্ষ্মী’র চরিত্রে অভিনয় করেছিলেন অপর্ণা সেন। আজও দর্শকদের মনে বিশেষ জায়গা করে আছে এই ছবি৷ তাছাড়া ছোটপর্দাতেও এই একই উপন্যাস নিয়ে কাজ হয়েছে আগে। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবী, রূপা গঙ্গোপাধ্যায়, ইন্দ্রানী হালদার, প্রমুখকে দেখা গিয়েছে। এবার এই জনপ্রিয় চরিত্রে সাহিত্যের সেরা সময়ে অভিনয় করবেন অর্কজা আচার্য।

অর্কজা তাঁর এই নতুন সফরের আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভীষণ ভালো লাগছে। এমন একটি জনপ্রিয় ধারাবাহিকে সুযোগ পেয়ে আমি অভিভূত। একটা সময় মানুষ অপর্ণা সেনকে যে চরিত্রে দেখেছেন সেটার অফার পেয়ে একদিকে যেমন ভীষণ ভালো লেগেছিল তেমন চাপ ছিল। এটা অনেক বড় দায়িত্ব।’

অভিনেত্রীকে যখন জিজ্ঞেস করা হয় নিজেকে কীভাবে তৈরি করলেন তিনি জানান, ‘ উপন্যাসটা আমার আগেই পড়া ছিল। সিনামটি বহুবার দেখেছি। এছাড়া স্ক্রিপ্ট তো আছেই। পরিচালক যেভাবে গাইড করবেন সেভাবে এগোব।’ প্রসঙ্গত ‘ওগো নিরুপমা’ ধারাবাহিকের হাত ধরে টলিউডে ডেবিউ করেছিলেন অর্কজা। প্রথম ধারাবাহিকেই নিজের কাজ দিয়ে সবার মন জিতে নেন। এই নতুন ধারাবাহিকে তাঁর সঙ্গে কৌশিক বন্দ্যোপাধ্যায়, সুশ্রীতা ঘোষ, অর্ণব প্রমুখকে দেখা যাবে। অর্পচার সঙ্গে একটি ছবি পোস্ট করে লাভ ইমোজি দিয়ে সুশ্রীতা লিখেছেন খুব তাড়াতাড়ি আসছি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version