Rafiath Rashid Mithila: ‘দুই বাংলায় অভিনয়ের সুবাদে এই পদক’, সকলের গর্বের কারণ মিথিলা

।। প্রথম কলকাতা ।।

Rafiath Rashid Mithila: এপার-ওপার, দুই বাংলারই জনপ্রিয় অভিনেত্রী তিনি। বিগত কয়েক বছরে নানা কারণে তাঁকে নিয়ে আলোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কখনও তাঁর ব্যক্তিগত জীবন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে এবার সারা দেশের গর্বের কারণ তিনি। কলকাতার ‘মায়া’ সিনেমা দিয়ে সম্মান অর্জন করলেন মিথিলা। এই সিনেমার দরুন ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’-এ পুরস্কৃত হয়েছেন তিনি।

‘সময়’ টিভি সংবাদমাধ্যম সূত্রে, সম্প্রতি হায়দরাবাদে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে তাঁকে দেওয়া হয়েছে ‘মৈত্রী’ পুরস্কার ও সেরা সহ-অভিনেত্রীর স্বীকৃতি। রিপোর্ট অনুযায়ী, ‘মৈত্রী’ পেয়ে আনন্দিত অভিনেত্রী। জানিয়েছেন, ‘দুই বাংলায় অভিনয়ের সুবাদে এই পদক আজ হাতে পেয়েছি। শুধু সিনেমা নয় যে, কোনও মাধ্যমে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার’।

পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘সিনেমার সঙ্গে দুই বাংলায় ওটিটিতেও কাজ করেছি আমি। তো অভিনয়ে আমার ভূমিকার জন্যই এই সম্মাননা দেওয়া হয়েছে। আর সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছি ‘মায়া’তে অভিনয়ের জন্য। যার পরিচালনার দায়িত্বে ছিলেন ওপার বাংলার নির্মাতা রাজর্ষি দে। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নাটক অবলম্বনে সিনেমাটি তৈরি হয়েছে। দর্শক-সমালোচকদের কাছে সিনেমাটি খুব প্রশংসিত হয়েছে। অন্যদিকে আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘নীতিশাস্ত্র’। অরুনাভ খাসনবিশ পরিচালিত এই অ্যান্থলজি ফিল্মে চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version