।। প্রথম কলকাতা ।।
ফুটবল বিশ্বকাপের মঞ্চে ভারত পৌঁছাতে না পারলেও, ভারতে বিশ্বকাপ নিয়ে উৎসাহ-উদ্দীপনার অভাব নেই। বিশ্বকাপ যত এগিয়ে আসছে ভারতের প্রতিটি কোনায় কোনায় বাড়ছে উত্তেজনার পারদ। রোনাল্ডো-মেসি-নেইমারদের হয়ে গলা ফাটাতে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোড়জোড়। হাতে আর মাত্র দুটি দিনের অপেক্ষা, শীতের হিমেল হাওয়ায় চাদর-মুড়ি দিয়ে টিভির সামনে বসবে আট থেকে আশি সকলে।
ভারত বিশ্বকাপে অংশগ্রহণ করতে না পারলেও বিশ্বকাপজয়ের অন্যতম দাবিদার দলের গুরুত্বপূর্ণ সদস্য এক ভারতীয়। কে সেই ভারতীয়? তিনি হলেন বিনয় মেনন। কিন্তু কে এই বিনয় মেনন? চলুন জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে। কাতার বিশ্বকাপে ট্রফি জয়ের অন্যতম দাবিদার বেলজিয়াম দলের ওয়েলনেস কোচ বিনয় মেনন। তিনি আদতে একজন ভারতীয়। এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকু-কেভিন ডি ব্রুইনেদের শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ রাখার দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। মানসিক ভাবে খেলোয়াড়দের চাঙ্গা করবেন তিনি।
এবারের বিশ্বকাপ আয়োজিত হচ্ছে ক্লাব ফুটবলের একদম মাঝামাঝি সময়ে। ফলে সেইভাবে বিশ্রাম পাননি ফুটবলাররা। আর তাই ফুটবলারদের শারীরিক ও মানসিক দিক থেকে চাঙ্গা রাখা প্রতিটি দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলজিয়াম দলের সেই কাজই বর্তেছে বিনয় মেননের কাছে। বেলজিয়াম দলের দায়িত্ব পেয়ে গর্বিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই ফিটনেস কোচ। ভারতীয়দের কাছে বিনয় মেনন অপরিচিত হলেও, ইউরোপীয়ান ফুটবলে অবশ্য অপরিচিত নন এই ফিটনেস কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ক্লাব চেলসির ফিটনেস কোচ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন বিনয় মেনন। ২০১১-১২ ও ২০২০-২১ মরসুমে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম কারিগর তিনি। বিশ্বকাপের জন্য চেলসি থেকে বেলজিয়াম দলে যোগ দিয়েছেন তিনি। বিশ্বকাপ শেষ হলেই ফিরবেন চেলসি দলে।
কেরলের এর্নাকুলামের চেরাই গ্রাম থেকে যাত্রা শুরু বিনয়ের। ছোট থেকেই যোগা প্রশিক্ষণ নিয়েছিলেন। পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল এডুকেশনে এমফিল করেন। এর পর পুনের একটি প্রতিষ্ঠানে পড়তে যান। দুবাইয়ে গিয়ে একটি ব্যক্তিগত রিসর্টে প্রশিক্ষকের কাজে যোগ দেন। তার পরেই সুযোগ মেলে চেলসিতে। প্রথমে দুবাইয়ে পরিচয় হয় চেলসির প্রাক্তন মালিক রোমান আব্রামোভিচের সঙ্গে। এরপর আব্রামোভিচের ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে পুরোপুরিভাবে যুক্ত হন চেলসি দলে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া একটি সাক্ষাৎকারে বিনয় মেনন বলেন, “১ কোটি ১০ লক্ষের দেশ বেলজিয়াম যদি বিশ্বকাপ খেলতে পারে তাহলে ১৩০ কোটির দেশও ভারতও একদিন বিশ্বকাপ খেলবে।” তাঁর বিশ্বাস ভারত ২০৩০ সালে বিশ্বকাপের মঞ্চে অংশ নেবে। এই ফুটবল মহাযজ্ঞের জন্য ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে তরতরিয়ে। কিন্তু এই বিশ্বকাপের মুকুট কার মাথায় ওঠে সেটিই এখন দেখার।