Pori Moni: ‘এই ঘর জানে শেষ কবে ঘুমিয়েছিলাম’, সন্তান মানুষ করতে গিয়ে নাজেহাল পরীমনি!

।। প্রথম কলকাতা।।

Pori Moni: সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি একটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছেন। তবে ইতিমধ্যেই সন্তানকে মানুষ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন নায়িকা। ৩-৪ মাসের সন্তানকে নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁকে। সন্তানের জন্য নিজের রাত জাগার কাহিনী বলেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবি দিয়ে লিখেছেন, ‘এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়ে ছিলাম আমি’।

পাশাপাশি তিনি লেখেন, ‘ভালো থেকো ঘুমেরা আমার, পরীর সঙ্গে আবার দেখা হবে তোমার’। পোস্টটির শেষে একটি প্রজাপতির ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি। সন্তানের জন্ম মানেই মা-বাবাদের রাত জাগা শুরু। এটা শুধু অভিনেত্রী বলে নয়, সাধারণ মানুষের ক্ষেত্রে একই ঘটনা ঘটে থাকে। অন্য মায়েদের মতো পরীমনিও সেই একই কষ্ট ভোগ করছেন। সন্তান গর্ভে ধারণ থেকে শুরু করে এখনও পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারেননি নায়িকা।

সাধারণত সন্তান জন্মের পর সে জেগে থাকলে, মাকেও জেগে থাকতে হয়। একইভাবে ঘুমোতে পারেন না পরীমনিও। সন্তানকে ঘুম পাড়িয়ে তারপরেই ঘুমাতে যান তিনি। দিন-রাত এভাবেই না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন ঢাকাই ইন্ডাস্ট্রির এই অভিনেত্রী। স্বামী শরীফুল বাড়িতে থাকলে, সাহায্য করেন। কিন্তু শ্যুটিং থাকলে, সবকিছু একাই সামলাতে হয় পরীমনিকে। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। আর তারপর থেকে কত রাত যে তিনি ঘুমাননি, তা ধারণার বাইরে। আর সেই কষ্টই সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে শেয়ার করেছেন পরীমনি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version