IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোটগ্রস্ত রোহিত শর্মার বদলি হিসেবে দলে আসতে পারেন বাংলার এই ক্রিকেটার

।। প্রথম কলকাতা ।।

১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুটি টেস্ট সিরিজের জন্য সুযোগ পেতে পারেন ভারত ‘এ’ দলের অধিনায়ক অভিমন্যু ইশ্বরন। চোটগ্রস্ত অধিনায়ক রোহিত শর্মার পরিবর্তে সুযোগ পেতে পারেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পেয়েও বীরত্বের সঙ্গে ওয়ানডে সিরিজ বাঁচানোর চেষ্টা করেছিলেন। তবে জানা যাচ্ছে টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা।

 

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, “অভিমন্যু ইশ্বরন চলতি ‘এ’ টেস্ট সিরিজে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন। সিলেটে তার দ্বিতীয় ‘এ’ টেস্ট শেষ করার পর চট্টগ্রামে স্কোয়াডে যোগ দিতে পারেন।” অভিমন্যু ইশ্বরন প্রথম ‘এ’ টেস্টে ১৪১ রান করেছিলেন এবং দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে অপরাজিত ছিলেন ১৪৪ রানে। যদিও ইশ্বরন রোহিতের বদলি হিসাবে দলে আসতে পারেন। তবে কেএল রাহুল এবং তরুণ শুভমান গিল রয়েছেন যারা চট্টগ্রাম এবং ঢাকায় ভারতের হয়ে ইনিংস শুরু করবেন। এটাও বোঝা যাচ্ছে যে বাংলার পেসার মুকেশ কুমার বা উমরান মালিক আহত মহম্মদ শামির স্থলাভিষিক্ত হতে পারেন। মুকেশ কুমার ভারত ‘এ’ দলের হয়ে ভালো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন।

 

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের বোলিং চিন্তার কারণ।রবীন্দ্র জাদেজা যিনি হাঁটুর অস্ত্রোপচারের পরে একটি ম্যাচও খেলেননি, তিনি সরাসরি টেস্ট ম্যাচ খেলবেন। যদিও অক্ষর প্যাটেল ইতিমধ্যেই দলে রয়েছেন, সৌরভ কুমারকে ‘এ’ দল থেকে ব্যাক আপ বাঁহাতি স্পিনার হিসাবে ডাকা হতে পারে। সূর্যকুমার ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে তিনি এই মরসুমে মুম্বাইয়ের হয়ে দ্বিতীয় রঞ্জি ট্রফি খেলবেন।

Exit mobile version