।। প্রথম কলকাতা ।।
Sreelekha Mitra: ‘ওপার বাংলা’য় এই মুহূর্তে রয়েছেন শ্রীলেখা মিত্র। তাঁর ছবি ‘এবং ছাদ’-এর জন্য সেখানে গিয়েছেন অভিনেত্রী তথা পরিচালক। আর সেখানে গিয়ে বাংলাদেশের প্রতি নিজের উচ্ছ্বাস জাহির করেছেন তিনি। টলিউডের সবচেয়ে স্পষ্টবাদী নায়িকা শ্রীলেখা (Sreelekha Mitra)। প্রথম থেকেই সেখানকার সংস্কৃতি তাঁর পছন্দ। কারণ তাঁর শিকড় এই দেশের সঙ্গেই জুড়ে রয়েছে।
ঢাকার (Dhaka) জাদুঘরের সামনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘বাংলাদেশের (Bangladesh) ভাষা বড় সুন্দর। কলকাতায় সকলে খিচুড়ি ভাষায় কথা বলে। এখানকার মানুষ ভাষাটাকে ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন। সকলেই বাংলায় কথা বলছেন’। ‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেত্রীর বক্তব্য, গর্বের সঙ্গে বাঙালি হয়ে বাংলায় স্বপ্ন দেখছে ওপার বাংলার মানুষ। আর এটাই সবচেয়ে বড় কথা।
স্পষ্ট কথা বলতে গেলে, ওপার বাংলার প্রশংসায় তিনি এক ঢোক জল বেশি খেয়েছেন। কিন্তু সেখানকারই একটি পোর্টাল তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ খবর করেছিল। যা নিয়ে তাঁর বক্তব্য, ‘এদেশের অনেক ভালো বিষয় আছে। তবে খারাপ লাগার জায়গাও রয়েছে। আমি বাংলাদেশ নিয়ে ভালো ভালো স্মৃতি জমাতে চাই। এটা আমার বাবার দেশ, মানে এক প্রকার আমারও দেশ। কেউ এই দেশ নিয়ে খারাপ কথা বলুক, আমি চাই না’। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়নি অভিনেত্রীর ছবি। সেটা নিয়ে তাঁর এক প্রকার ক্ষোভ রয়েছেই। আর তার মাঝে ওপর বাংলায় হাজির হয়ে সেখানকার সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান নিয়ে কথা বলেছেন নায়িকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম