IPL 2023 Mini Auctions: ‘মিনি নিলামে’ নজর কাড়তে চলেছেন এই তারকারা, যাদের নিয়ে ফ্রাঞ্চাইজিদের মধ্যে জমবে লড়াই

।। প্রথম কলকাতা ।।

২০২৩ আইপিএল মরসুমের আগে শুক্রবার কোচিতে অনুষ্ঠিত হতে চলেছে মিনি নিলামের আসর। আইপিএল ফ্রাঞ্চাইজিগুলি বেশ কিছু তারকা ক্রিকেটারকে টার্গেট। অনেকেই মনে করছেন এই তারকা ক্রিকেটাররা মিনি নিলামের আসর জমিয়ে দেবেন। চলুন দেখে নেওয়া কোন কোন তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার ঝাঁপাবে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি।

 

বেন স্টোকস : ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসকে দলে ভেড়াতে লড়াই করবে ফ্রাঞ্চাইজিগুলি। চলতি বছরের শুরুর দিকে ইংল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এনে দিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। একজন অলরাউন্ডার হিসেবে স্টোকসের ক্ষমতা সুপরিচিত এবং তিনি দলে থাকা মানে যেকোন দলের কাছে শক্তিবৃদ্ধি। যদিও স্টোকস আইপিএলের আসরে সেইভাবে জ্বলে উঠতে পারেননি। ৪৩ ম্যাচে তার নামে রয়েছে ৯২০ রান এবং ২৮ উইকেট। তবে একজন ম্যাচ উইনার হিসাবে তার ক্ষমতা নিঃসন্দেহে দুর্দান্ত তা বলার অপেক্ষা রাখে না।

 

হ্যারি ব্রুক (ইংল্যান্ড): হ্যারি ব্রুক এই বছর ইংল্যান্ডের সবচেয়ে উঠতি তারকাদের মধ্যে অন্যতম। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চাপের মধ্যে ব্যাট করার ক্ষমতা দেখিয়েছিলেন এবং সমস্ত ফরম্যাটের একজন সত্যিকারের ভরসাযোগ্য ব্যাটার। যে দল মিডল অর্ডারকে শক্তিশালী করতে চায় তাদের কাছে হ্যারি ব্রুক অন্যতম ভরসা হতে পারে।

 

স্যাম কুরান (ইংল্যান্ড): পুরো বিশ্ব এখন এই তরুণ ডিনামাইটের আসল মূল্য জানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে কুরান প্লেয়ার অফ দ্য সিরিজ এবং প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছিলেন। ইংল্যান্ডের দ্বিতীয় শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি এর আগে আইপিএলে সিএসকে-এর হয়ে খেলেছেন এবং ফ্র্যাঞ্চাইজি হয়তো তাকে ফিরে পেতে চাইবে। তবে এই প্রতিভাবান অলরাউন্ডারের জন্য কঠোর প্রতিযোগিতা হবে বলেই মনে করছেন।

 

ক্যামেরন গ্রিন (অস্ট্রেলিয়া) : অজি দলের এই উঠতি প্রতিভা যিনি বিগ-হিটার হিসাবে তার সম্ভাবনা এবং তার মিডিয়াম পেস বোলিং দক্ষতার কারণে মোটা অঙ্ক পেতে পারেন। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে নজর কেড়েছেন।

 

রিলে রোসোউ (দক্ষিণ আফ্রিকা): দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটারও নজর কাড়তে পারেন আইপিএল মিনি নিলামে। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা এই ব্যাটার টি-টোয়েন্টিতে ২৬ ম্যাচে ৬৯৯ করেছে। রয়েছে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি।

Exit mobile version