Hockey World Cup 2023 : হকি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার এই পাঁচ দল

।। প্রথম কলকাতা ।।

 

আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে FIH পুরুষ হকি বিশ্বকাপের ১৫তম সংস্করণ। বিশ্বের তাবড় তাবড় দেশগুলি অংশ নিচ্ছে এই বিশ্বকাপে। ওড়িশার ভুবনেশ্বর এবং রৌরকেল্লায় বসছে হকি বিশ্বকাপের আসর। এবারে বিশ্বজয়ের অন্যতম দাবিদার ভারত। ঘরের মাঠে কঠিন পুল ‘ডি’-তে ভারতের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্পেন এবং ওয়েলস। ভারত ছাড়াও এই পাঁচটি দল হকি বিশ্বজয়ের অন্যতম দাবিদার। চলুন দেখে নেওয়া যাক

 

১) অস্ট্রেলিয়া: বলাই বাহুল্য যে বর্তমান এফআইএইচ শীর্ষ স্থানাধিকারী অস্ট্রেলিয়া টুর্নামেন্টের সবচেয়ে কঠিন প্রতিযোগী। বিশ্বকাপের ৪৮ বছরে সেরা জয় ও গোল করার রেকর্ড ধরে রেখেছে তিনবারের চ্যাম্পিয়নরা। তারা ৯২টি ম্যাচে ৭৫ জয়ের শতাংশে সহ ৬৯টি ম্যাচ জিতেছে। প্রতি খেলায় তাদের গোলের গড় ৩.৩১। ১৯৮৬ সালে প্রথম শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। এছাড়াও ২০১০ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় তাঁরা। শেষ বিশ্বকাপে চীন (১১-০) এবং ইংল্যান্ডের (৮-১) বিরুদ্ধে প্রভাবশালী জয়লাভ করেছিল। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। এরপর ব্রিটিশদের বিরুদ্ধে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে।

 

২) বেলজিয়াম: বর্তমানে ডিফেন্ডিং হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন বেলজিয়াম। ২০১৮ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে জিতে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পায় বেলজিয়ানরা। আসন্ন হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার বেলজিয়াম।

 

৩) নেদারল্যান্ডস: পুরুষদের হকি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফলতম দল নেদারল্যান্ডস। তিনবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছে ডাচরা। ১৯৭৩, ১৯৯০ ও ১৯৯৮ সালে হকি বিশ্বকাপ জয় করে নেদারল্যান্ডস। গতবার বেলজিয়ামের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। গত দুই বিশ্বকাপে রানার্সআপ হয়েছে তারা। হকি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনালে হারের রেকর্ড তাদের দখলেই।

 

৪) ভারত : হকি বিশ্বকাপের ইতিহাসে আশ্চর্যজনক বিষয় হল যে ভারতের মতো সমৃদ্ধ হকি ইতিহাসের দেশ শুধুমাত্র একবার পুরুষদের বিশ্বকাপ জিতেছে। এটা ভাবতে আরও বেশি আশ্চর্যজনক হয় যে তারা শেষবার ১৯৯৪ সালে বিশ্বজয় করেছিল। কোচ গ্রাহাম রিডের অধীনে ‘মেন ইন ব্লু’ আন্তর্জাতিক মঞ্চে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভালো পারফরম্যান্স করেছে। এশিয়া কাপে ব্রোঞ্জ, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ, বার্মিংহাম কমনওয়েলথ গেমসে রুপো এবং প্রো লিগে তৃতীয় স্থান অর্জন করেছে। পরপর দ্বিতীয়বার ভারত আয়োজন করতে চলেছে হকি বিশ্বকাপ। দলের সাম্প্রতিক সাফল্য বিশ্বজয়ের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

 

৫) জার্মানি: জার্মানি অন্যদের তুলনায় অপেক্ষাকৃত বেশি অভিজ্ঞ স্কোয়াড নিয়ে প্রতিযোগিতায় নামবে৷ চলমান প্রো লিগে তারা তৃতীয় স্থানে শেষ করেছে। আগেরবার তারা চতুর্থ স্থানে শেষ করেছিল। টোকিও অলিম্পিকে ভারতের কাছে ব্রোঞ্জ পদক ম্যাচে হেরেছে। এবং ২০১৮ সংস্করণে জার্মানি চ্যাম্পিয়নদের কাছে কোয়ার্টার ফাইনাল হারে এবং পঞ্চম স্থানে শেষ করে।

Exit mobile version