IPL 2023 Mini Auction: ফ্র্যাঞ্চাইজিদের খেলোয়াড় কেনার সময় মানতে হবে এই পাঁচটি নিয়ম

।। প্রথম কলকাতা ।।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩ নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজিতে ৮৭টি শূন্যস্থানের জন্য ৪০৫ জন খেলোয়াড় নিলামে উঠবেন। আইপিএল নিলাম সর্বদা তার চমক এবং হতাশা নিয়ে আসে। তবে এবার কিছু জিনিস ভিন্ন হতে চলেছে। এই মিনি নিলামের আসর ভালো হবে না খারাপ হবে, সেটা সময়ই বলতে পারবে।

 

প্রথমত, গত মরসুমের বিপরীতে, ফ্র্যাঞ্চাইজিগুলি এই সময় ব্যয় করার জন্য অতিরিক্ত ৫ কোটি টাকা পেয়েছে। উল্লিখিত পরিমাণ তাদের সামগ্রিক পার্স ব্যালেন্স যোগ করা হয়েছে।

 

দ্বিতীয়ত, ফ্র্যাঞ্চাইজিগুলিকে তাদের সামগ্রিক পার্স ব্যালেন্সের ৭৫ শতাংশ ব্যয় করতে হবে।

 

তৃতীয়ত, এবার কোনো ‘রাইট টু ম্যাচ’ (RTM) কার্ডের অনুমতি দেওয়া হয়নি।

 

চতুর্থত, প্রতিটি দলে ভারতীয় খেলোয়াড়ের সংখ্যা ১৭ থেকে ২৫ এর মধ্যে পরিবর্তিত হতে পারে, কম বা বেশি নয়। বিদেশী খেলোয়াড়ের ক্ষেত্রে সর্বোচ্চ ৮ জন খেলোয়াড় কেনা যাবে।

 

পঞ্চমত, প্রাথমিক রাউন্ডে অবিক্রীত যে কোনও খেলোয়াড়কে পরে ফিরিয়ে আনা যেতে পারে।

Exit mobile version